এহসানুল হক, বসিরহাট: কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। আর এই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এমনটাই দাবি তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
রান্নার গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রবিবার বসিরহাট মহাকুমার বিভিন্ন এলাকা থেকে কয়েকশো কংগ্রেসের কর্মী সমর্থকরা বসিরহাটের ভোরঘাট থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু করে। প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে বসিরহাট চৌমাথার কাছে ওই সমস্ত বিক্ষোভকারী কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু ইসহাক বাবু গাজী, বসিরহাট দক্ষিণ বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি শাহিদ মোল্লা, সহ আরো অনেকে। রাস্তা অবরোধ করে প্রায় পনেরো মিনিট ধরে বিক্ষোভ দেখানোর পর তারা প্রধানমন্ত্রীর কুশপুতুলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। উপস্থিত নেতারা জানান, সরকার যাতে অবিলম্বে জ্বালানি তেলের দাম কমাতে বাধ্য হয় তাই তারা দেশজুড়ে লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আগেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বসিরহাটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা প্রদেশ কংগ্রেস, প্রদেশ মহিলা কংগ্রেস এবং প্রদেশ যুব কংগ্রেস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct