জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: করোনা বদলে দিয়েছে জীবিকা। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার পিছনে ভুগতে ভুগতে অবশেষে অন্য জীবিকায় চলে গেলেন ঝালদার পঞ্চানন গরাই। আদতে তিনি ছিলেন রেলের হকার। লকডাউনে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় ভাবছিলেন কি করবো ? তখনই তার চোখের সামনে শুরু হয় রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প। সেই প্রকল্প দেখেই উৎসাহিত হন তিনি এবং সিদ্ধান্ত নেন দুয়ারে সরকারের মতো তিনি এবার দুয়ারে চা ব্যবসা শুরু করবেন। সেই মতো সাইকেলের পিছনে চায়ের ক্যান চাপিয়ে শুরু করলেন দুয়ারে চা ব্যবসা। ভোরবেলায় ঝালদার অলিতে গলিতে ঘুরে বেড়া শুরু হয় তার। আর হাতে গরম এক কাপ চা দুয়ারে পেয়ে খুশি ঝালদার মানুষ। পঞ্চানন বলেছেন ,বসে বসে তো আর সংসার চলবে না। কিছু একটা করতেই হবে। এই সময়ে তো দিদির দুয়ারে সরকার দেখে মনে হলো ঠিকই। পরিষেবা যদি দুয়ারে পৌঁছে দেওয়া যায় তাহলে মানুষ প্রয়াজন না হলেও পরিষেবা গ্রহণ করবেন। এর পরেই আমি চায়ের কেটলি নিয়ে বেরিয়ে পড়ি দুয়ারে দুয়ারে চা পৌঁছে দিতে। ঝালদার মানুষ বলছেন ,দুয়ারে চা পৌঁছে দিতে গিয়ে বেশ সুনাম অর্জন করেছেন ওই ব্যক্তি। একই সঙ্গে তার চা অনেকটা মজিয়েও দিয়েছে ঝালদার মানুষকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct