সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: গ্রামের মানুষরাই নিজেদের উদ্যোগে তৈরি করছে অস্থায়ী সেতু উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন।
গত বর্ষায় অতি বর্ষণে স্থায়ী সেতু জলের তোড়ে ভেঙে গিয়েছিল তারপর কেটে গেছে বেশ কয়েকটা মাস। প্রশাসনের আশ্বাস মিললেও এখনো তৈরি হয়নি স্থায়ী ব্রিজ। ফলে স্থানীয় বাসিন্দারাই নিজেদের উদ্যোগে শেষমেশ অস্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু করল। রবিবার বাঁকুড়া ২ নম্বর ব্লকের মানকানালি গ্রামে এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়।
গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি গ্রামে মানকানালী সেতু অতি বর্ষণে অত্যাধিক জলের চাপে ভেঙে গিয়েছিল। রীতিমতো চরম সমস্যায় পড়তে হচ্ছিল মানকানালি গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষদের। বাঁকুড়া শহরে আসতে গেলে তাদের প্রায় পনেরো কিলোমিটার ঘুরে আসতে হতো।
দীর্ঘদিন পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সেতু তৈরির এখনো কোনো উদ্যোগ চোখে পড়েনি। তাই এবার নিজেদের সমস্যা সমাধানে নিজেরাই এগিয়ে এলো। সাইকেল মোটর সাইকেল টোটো এই মুহূর্তে এই অস্থায়ী সেতুর উপর দিয়ে চলাচল করছে ফলে কিছুটা সমস্যার সমাধান হয়েছে। বালির বস্তা খেজুর গাছের কাঠ এই অস্থায়ী সেতু নির্মাণে তারা ব্যবহার করেন। মথুর কুন্ডু নামে এক গ্রামবাসী বলেন, যাতায়াতে আমাদের দারুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সরকারের কাছে আবেদন রাখছি দ্রুত সরকার এই সমস্যার সমাধান করুক তাহলে আমরা ভীষণ উপকৃত হব।
অর্ধেন্দু মুখার্জি নামে স্থানীয় বিজেপি নেতা বলেন , এটা সম্পূর্ণ সরকারি অনীহা যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারন মানুষদের। আমরা চাইছি দ্রুত এই সমস্যার সমাধান করুন রাজ্য সরকার।
স্থানীয় তৃণমূল নেতা এ বিষয়ে বলেন , প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তিনি নিজে সরেজমিনে এই সেতু পরিদর্শন করে গিয়েছিলেন। ইতিমধ্যেই স্থায়ী সেতু নির্মাণের প্রক্রিয়া সরকারিভাবে শুরু হয়েছে আগামী দিনের দ্রুত সমস্যার সমাধান হবে। তবে বিজেপি বিধায়ক ও বিজেপি সাংসদ এলাকার মানুষের জন্য কি কাজ করেছেন এই প্রশ্নও তোলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct