কুতুবউদ্দিন মোল্লা, গোসাবা: আবার বাঘের আক্রমণে গুরুতর জখম হয়ে প্রাণে বেঁচে ফিরেন এক মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় সুন্দরবনের হলদিবাড়ি জঙ্গলে।গুরুতর জখম হয়েছেন গৌর মাইতি নামে এক মৎস্যজীবী। স্থানীয় সুত্রে জানাগিয়েছে শনিবার সকালে গোসাবার সোনাগাঁও থেকে পাঁচ জনের একটি মৎস্যজীবীর দল সুন্দরবন জঙ্গলের নদীখাড়িতে গিয়েছিল মাছ-কাঁকড়া ধরতে। এদিনে মাতলা গুবদি খালের খাড়িতে নৌকা নোঙর করে তারা কাঁকড়া ধরছিলেন। সেই সময় সুন্দরবনের গভীর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে।আচমকা ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী গৌর মাইতির উপর।তাঁকে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গীসাথীরা নৌকার হাল আর কাঁকড়া ধরার শিক নিয়ে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে সঙ্গী কে ছাড়ানোর জন্য। বেশ কিছুক্ষণ বাঘে মানুষে লড়াইয়ের পর বেগতিক বুঝে রণে ভঙ্গদেয় বাঘ।হুঙ্কার করতে করতে শিকার ছেড়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়। এরপর স্থানীয় সজনেখালি বনদফতরের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা গুরুতর জখম অবস্থায় ওই মৎস্যজীবীকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোসাবা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই মৎস্যজীবীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলেই রাতে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct