সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: দীর্ঘদিন পর খুলেছে স্কুল। এর মাঝখানে কেউ বিয়ে করে করছেন সংসার। কেউ সংসারের হাল ধরতে যুক্ত হয়েছেন কাজের সঙ্গে। এমন স্কুল ছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে বিশেষ উদ্যোগী হল ভাঙড়ের কাঁঠালিয়া হাই স্কুল। সহ শিক্ষকদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন প্রধান শিক্ষক। শনিবার দেখা গেল ভাঙড় ২ ব্লকের ভোগালি ১ নম্বর অঞ্চলের পশ্চিম কাঁঠালিয়া গ্রামে খাতা কলম নিয়ে ঘুরছেন প্রধান শিক্ষক জারজিস হোসেন। সঙ্গে ছিলেন অন্যান্য সহ শিক্ষক, শিক্ষাকর্মী ও পরিচালন সমিতির সদস্যরা। কার কি সমস্যা? কেন বিয়ে হল? কেন স্কুল ছেড়ে কাজে যোগ? কথা বললেন পড়ুয়া, অভিভাবক ও গ্রামবাসীদের সঙ্গে। খাতায় লিপিবদ্ধ করলেন কারণ।এদিন জারজিস হোসেন ও সহ শিক্ষকরা যান দশম শ্রেণীর ছাত্রী রিমিয়া পারভীনের বাড়িতে। গিয়ে শোনেন তার বিয়ে হয়ে গেছে রাজারহাট থানার সিভিক ভলেন্টিয়ার লাউহাটির বাসিন্দা রাকিবুল গাজির সঙ্গে। নবম শ্রেনীর সাদিয়া পারভীনের বাড়িতে গিয়েও শোনা যায় বিয়ে হয়ে এক সন্তানের মা হয়েছেন তিনি। তার বিয়ে হয়েছে কাঁঠালিয়া গ্রামের মোবাইল দোকানি ওমর ফারুকের সঙ্গে।
অপরদিকে দশম শ্রেণীর রিয়াজুল ইসলাম যোগ দিয়েছেন মেটিয়াব্রুজে সেলাই মেশিন রিপেয়ারিংয়ের কাজে। একই শ্রেণীর আজিমুদ্দিন মোল্লা যোগ দিয়েছেন দাদার সঙ্গে সেলাইয়ের কাজে। এই শ্রেণীরই সাহিল তরফদার যোগ দিয়েছেন ম্যানিব্যাগ তৈরির কাজে। একাদশ শ্রেণীর আসমা খাতুন আবার স্কুলে আসতে পারছেন না ভিন্ন কারণে। তিনি জানান স্কুল ইউনিফর্ম নেই , তাই স্কুলে যাচ্ছি না।
প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বাড়িতে উপস্থিত হতে দেখে অবাক হন পুড়ুয়া, অভিভাবক ও গ্রামবাসীরা। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে ফেরাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। শিক্ষকদের দেখে আবেগে কেঁদে ফেলেন রিমিয়া পারভীন ও আজিমুদ্দিন মোল্লা।
পরিবারের চাপে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হলেও পড়াশুনা করতে চান বলে জানান রিমি। কাজ ছেড়ে স্কুলে যেতে চান বলে জানান আজিমুদ্দিন, রিয়াজুল, সাহিলরা। স্কুল ইউনিফর্ম তৈরি করে স্কুলে ফিরতে চেয়েছেন আসমা খাতুনও।
কাঁঠালিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক জারজিস হোসেন জানান, “ দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অনেকে কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। অনেক মেয়ের বিয়ে দিয়ে দেন অভিভাবকরা। ফলে বাড়ে স্কুল ছুটের সংখ্যা। তাদের পুনরায় স্কুলে ফেরাতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছি। ধারাবাহিক ভাবে এই কাজ চলবে। যারা স্কুলে ফিরতে চায় স্কুল সব রকম সহযোগিতা করবে তাদের।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct