আপনজন ডেস্ক: সন্তান জন্মের হার বাড়াতে চীনে বাড়ানো হয়েছে মাতৃত্বকালীন ছুটি। দেশটির বিভিন্ন অঞ্চলে এই ছুটি কমপক্ষে এক মাস বাড়ানো হয়েছে। জন্মহার কমার পর দেশটির সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। শুক্রবার বেইজিং সরকারের পক্ষ থেকে বলা হয়, মায়েরা ১৫৮ দিন মাতৃত্বকালীন ছুটি পাবে। যা আগের চেয়ে ৩০ দিন বেশি। চীনা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে দ্বিতীয় ও তৃতীয় সন্তান নেওয়ার সময় মায়েরা ১৮৮ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন। সেখানকার বর্তমান নিয়মানুযায়ী, মায়েরা ৯৮ দিন মাতৃত্বকালীন ছুটি পান। এদিকে মাতৃত্বকালীন ছুটি বাড়ায় শঙ্কা প্রকাশ করেছেন চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী লিখেছেন, এর কারণে চীনের নারীদের বেকারত্ব বাড়বে।
অনেকেই প্রশ্ন তুলেছেন মায়েরা এত দিন ছুটি পেলে বাবা কেন ১৫ দিন পিতৃত্বকালীন ছুটি পাবেন।
বেইজিংয়ে একজন পুরুষ ১৫ দিন পিতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। সাংহাইতে এই ছুটি ১০ দিন দেওয়া হয়ে থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct