আপনজন ডেস্ক: কলকাতা পুরসভার নির্বাচনে শুক্রবার বামফ্রন্ট প্রথমে প্রার্থী তালিকা প্রকাশ করে। তারপরই তৃণমূল কংগ্রেস কালীঘাট থেকে তাদের প্রার্থী তালিকার কথা জানায়। তবে, প্রার্থী তালিকার কথা তৃণমূল জানালেও কে মেয়র হচ্ছেন তা নিয়ে কোনও নাম ঘোষণা করা হয়নি। নির্বাচনের পরই তৃণমূল মেয়রের নাম ঘোষণা করবে।
এদিন কালীঘাটে বিশেষ বৈঠক ডাকা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। সেই বৈঠকে হাজির ছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোরও।
বৈঠক শেষে কলকাতা পুরসভার প্রার্থী তালিকা প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সুব্রত বক্সি ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের প্রার্থী চূড়ান্ত। সেই প্রার্থী তালিকা অনুযায়ী গতবারের তৃণমূলের কাউন্সিলরের তালিকা থেকে বাদ পড়েছেন ৩৯জন। গতবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে ১২৬জন বিজয়ী হয়েছেন তার মধ্যে মাত্র ৮৭জনের ঠাঁই হয়েছে চূড়ান্ত তালিকায়। সেই তালিকায় জোর দেওয়া হয়েছে মহিলা ও সংখ্যালঘুদের। আর প্রার্থী তালিকায় ৪৫% মহিলাকে স্থান দেওয়া হয়েছে। আর তৃণমূলের হেরে যাওয়া ১৮টি আসনে নতুন প্রার্থী দেওয়া হবে। সব মিলিয়ে কলকাতা পুরসভার তৃণমূলের মোট ৫৭ জন নতুন প্রার্থী হচ্ছেন।
তবে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এক ব্যক্তি এক পদ নীতি ভঙ্গ করে দলের ছজন বিধায়ক ও একজন সাংসদকে টিকিট দেওয়ার কথা জানিয়েছে।
গতবার কাউন্সিলর ছিলেন ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার ও অতীন ঘোষ। তারা এবারের বিধানসভা নির্বাচনে বিধায়ক নির্বাচিত হয়েছেন। এদের সঙ্গে আরও দুজন বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, পরেশ পাল ও দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ও তৃণমূল প্রার্থী হচ্ছেন।
প্রার্থী তালিকা নির্বাচনে মহিলাদেরকে এবার প্রাধান্য দেওয়া হয়েছে। এবার ৪৫ শতাংশ মহিলাকে প্রার্থী করছে তৃণমূল। তফশিলি জাতিভুক্ত প্রার্থী রয়েছেন ১৯ জন। সংখ্যালঘু প্রার্থী ২৩ জন। তাদের মধ্যে ২ জন খ্রিস্টান সম্প্রদায়ের।
এবার পরিবারতন্ত্র থেকে বের হতে পারেন তৃণমূল বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, এবারের প্রার্থী তালিকায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় আছেন, তেমনি বিধায়ক, সাংসদের স্ত্রী বা পুত্র-কন্যারাও সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন, মন্ত্রী শশী পাঁজা মেয়ে পূজা পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে সৌরভ বসু, বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা প্রমুখ। এছাড়া প্রার্থী তালিকায় আছেন সদ্য প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়, তারক সিংহ ও তার ছেলে অমিত ও মেয়ে কৃষ্ণা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct