আপনজন ডেস্ক: কলকাতা পুরসভা নির্বাচনে সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে বামফ্রন্ট। শুক্রবার তাদের প্রার্থী তালিকা ঘোষণার পর তৃণমূল প্রার্থী তালিকার কথা জানায়। এদিন কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে মাত্র বামফ্রন্টের। ১২৮টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বামেরা। জোটের আশায় কিছু আসন ছেড়ে রাখা হয়েছে। সেগুলো হয় কংগ্রেস ও আইএসএফও থাকতে পারে বলে জানিয়েছেন কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কল্লোল মজুমদার। বামেদের পুরুষ প্রার্থীর সংখ্যা ৫৮ জন, ৫৬ জন মহিলা ও সংখ্যালঘু প্রার্থী ১৭ জন। প্রায় ৫০ শতাংশ প্রার্থীর বয়স ৫০ এক নীচে। এবার তরণদের প্রাধান্য দিনে বামফ্রন্ট এই নীতি নিয়েছে। তবে, প্রার্থী ঘোষণার সময় কংগ্রেসের সঙ্গে জোট হবে কিনা তা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। বলা হয়নি বাকি আসনে বামফ্রন্ট ফের প্রার্থী তালিকা ঘোষণা করবে। তাই বাকি আসনগুলি যে কংগ্রেস বা আইএসএফের জন্য ছাড়া হয়েছে তার ইঙ্গিত মিলেছে।
১ পল্লব মুখার্জী২ দেবলীনা সরকার৩নমিতা দাস৪কানাইলাল পোদ্দার৫রমেশ পাণ্ডে৭মহান তাপস কুণ্ডু
৮মাধব ঘোষ৯দীপিকা ভট্টাচার্য১০করুণা সেনগুপ্ত১১প্রদ্যুৎ নাথ১২পূবালী দেব১৩বিরতি দত্ত১৪স্বপন ঘোষ১৫দীপা সাহা১৬সুজিত দেব১৭মতিলাল ঘোষ১৮শ্রাবণী চক্রবর্তী১৯রুমা ভট্টাচার্য২০ অজিত চৌধুরী২১ সুজাতা সাহা২৩ধীরেন্দ্র পাণ্ডে
২৪মঞ্জু মোহতা২৬ তাপস প্রামাণিক
২৭পাপিয়া গাঙ্গুলী২৮ইজাজ আহমেদ ২৯ মহঃ শাহিদ৩০ শশ্বতী দাসগুপ্ত৩১ তরুন বসু৩২জয়দীপ ভট্টাচার্য৩৩মনীষা বিশ্বাস৩৫সমীর চক্রবর্তী
৩৬মৌসুমী ঘোষ৩৭মিঠু দাস৩৮প্রশান্ত দে (গোপাল)৪০ কাবেরী ভট্টাচার্য
৪১নেহাল আহমেদ কাইসার৪২প্রদীপ সিং৪৪ শাহীদ কাশিমুদ্দিন
৪৬ অনুশা আকবর
৪৮অন্বেষা দাস
৫২ রুকসানা বেগম, ৫৪ জাহাঙ্গীর মণ্ডল(মামা)
৫৫ চৈতালী ভৌমিক নায়ার
৫৬ জয়শ্রী দেব নন্দী
৫৭ দিলীপ পোদ্দার৫৯ রমা কর বসু
৬০ মানজার এহসান৬৩ মহঃ সিরাজ খান
৬৪ মহঃ আজম জাভেদ৬৫ অনুলেখা সিনহা৬৬ সাকিব আখতার৬৭ দীপুদাস৬৮ ডরথি মজুমদার (ঘোষাল) ৬৯ গোপাল হাজরা৭০ বরুণ দাস৭১ কেকা মিত্র৭২ প্রকাশ ভট্টাচার্য৭৩ মধুমিতা দাস৭৪ দীপা চক্রবর্তী৭৫ ফৈয়াজ আহমেদ খান৭৬ শাকিল আখতার৭৭ সাজদা পারভিন৭৮ জ্যোতি দাস৮১ রিঙ্কু দে৮২ পারমিতা দাশগুপ্ত৮৪ বিথিকা নাথ
৮৫ গোবিন্দ নস্কর ৮৭ দ্যুতিশ্রী দাস সোম
৮৮ কার্তিক মন্ডল৮৯ ড. সলিল চৌধুরী৯১ সুরজিৎ সেনগুপ্ত (কুনাল)
৯২ মধুচ্ছন্দা দেব৯৩ গোপা রায় চৌধুরী৯৪ বুলা শীল৯৫ অন্বেষা ভৌমিক৯৬ দীপালি গোস্বামী৯৭ সুশান্ত পাল৯৮ মৃত্যুঞ্জয় চক্রবর্তী (প্রদীপ)৯৯ শিখা মুখার্জী১০০ মীরা ঘোষ১০১ অতনু চ্যাটার্জী১০২ ভাস্বতী গঙ্গোপাধ্যায়১০৩ নন্দিতা রায়১০৫ নমিতা দত্ত১০৭ গৌতম রায়১০৮ তপন মালিক১০৯ শিখা পূজারী১১০ তনুশ্রী মন্ডল১১১চয়ণ ভট্টাচার্য১১২সুব্রত কুমার দে১১৪ মহিতকুমার ভট্টাচার্য
১১৫ শুভঙ্কর বাগচ১১৬ চিত্রা পতিত১১৭ সঞ্জয় খান১১৮ সুজয় অধিকারী১২০ গৌতম অধিকারী (বুবুন)
১২১ আশিস মণ্ডল (ভল্টু)১২২ মঞ্জু কর১২৩ প্রসেনজিৎ ঘোষ১২৪ অরিজিৎ সিনহা১২৫ প্রিয়া রায়১২৬ বিমান গুহঠাকুরতা১২৭ রিনা ভক্ত১২৮ রত্না রায় মজুমদার১২৯ মৌসুমী চ্যাটার্জী১৩১রঞ্জন দাশগুপ্ত
১৩২ মিতা ঘোষ১৩৩জয়ব্রত বেরা (টিঙ্কু)১৩৬ শুভাশিস পোদ্দার
১৩৮ ফারহা নাজ বেগম
১৩৯ মহঃ আবু কায়েশ মোল্লা১৪০ সেখ মহম্মদ জামির১৪৩ফুলু মণ্ডল
১৪৪ বিপ্লব ব্যানার্জী
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct