অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: গত ১ নভেম্বর থেকে দেশে দেশজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। মূলত ভোটার তালিকায় নাম তোলা, নাম সংশোধন করা এবং নাম বাদদেওয়ার প্রক্রিয়া চলবে নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে। সেইমতো দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ।ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন এর জন্য অ্যানুয়াল সামারি রিভিশন অফ ইলেক্টোরাল রোল (এসএসআরইআর) কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের তরফে একটি ট্যাবলোর শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার। এদিন-দুপুরে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন চত্বর থেকে সবুজ পতাকা নাড়িয়ে ট্যাবলোর শুভ সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) বিবেক কুমার, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) শুভাশিস বেজ, ওসি ইলেকশন পার্থ সরকার, ওসি (এসভিইইপি) নির্মিতা সাহা, ডেপুটি ম্যাজিস্ট্রেট থিনলে ভুটিয়া সহ অন্যান্য আধিকারিকেরা।
জানা গিয়েছে, এই ট্যাবলোটি আজ থেকে জেলা জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পুরসভা এলাকায় সাধারণ মানুষকে ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রচার করবেন এবং কিভাবে ভোটার তালিকা সংশোধন করা যায় সে বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করবেন।
এবিষয়ে অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) বিবেক কুমার জানান, ‘এই ট্যাবলোটি গোটা জেলায় ঘুরবে। নতুন ভোটারদের আরো বেশি করে সচেতন করবে। যে সমস্ত এলাকায় নতুন ভোটার বেশি পরিমাণে রয়েছে সেই সমস্ত এলাকা গুলিতে আরো বেশি করে সচেতনতামূলক প্রচার চালাবে। আমাদের এখনো দুটি স্পেশাল ক্যাম্পেইন বাকি রয়েছে। স্পেশাল ক্যাম্পেইন গুলোতে এসেও ভোটাররা তাদের নামের তালিকা সংশোধন করতে পারবেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct