আপনজন ডেস্ক: বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল ও ঋষভ পন্ত—কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শুরু হওয়া প্রথম টেস্টে ভারত দলে ছিলেন না চার অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে ম্যাচ শুরুর আগের দিনই ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা রাহানে বলেছিলেন, এ চারজনকে তাঁর দল মিস করবে। তবে খুব বেশি দুশ্চিন্তায় নেই তিনি। কারণ, ভারত দলে তাঁদের অভাব পূরণ করার মতো ব্যাটসম্যান আছে। রাহানে কানপুর টেস্টকে তরুণদের জন্য নিজেদের প্রমাণ করার বড় সুযোগ হিসেবেও দেখছিলেন। কিন্তু টস জিতে ব্যাটিংয়ে নামার পর রাহানের সেই আশার প্রতিদান দিতে পারেননি ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। দলের ২১ রানে মাত্র ১৩ রান করে আউট হয়ে ফেরেন তিনি। একটা সময়ে ১৪৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। দলের এ অবস্থায় রাহানের আস্থার প্রতিদান দেন শ্রেয়াস আইয়ার। ভারতের হয়ে নিজের প্রথম টেস্ট খেলতে নামা আইয়ার রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে দলকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। আর নিজে দিন শেষ করেছেন অভিষেক টেস্টেই সেঞ্চুরির অপেক্ষা নিয়ে। কানপুরে ভারত প্রথম দিনের খেলা শেষ করেছে ৪ উইকেটে ২৫৮ রান তুলে। আইয়ার ৭৫ রান নিয়ে উইকেটে আছেন, তাঁর সঙ্গী জাদেজার রান ৫০।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct