সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি: আমেরিকার নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ২৩ নভেম্বর সীরাতুন্নবী সা. মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরার উদ্যোগে এই সীরাতুন্নবী সা. মাহফিল অনুষ্ঠিত হয়। ওইদিন বাদ মাগরিব সীরাতুন্নবী সা. মাহফিল এর কার্যক্রম শুরু হয়।
সীরাতুন্নবী সা. মাহফিল উদ্বোধন করেন মুনার ন্যাশনাল দাওয়াহ পরিচালক, মসজিদ আল হেরার খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মোহাম্মদ রুহুল আমিন। সীরাতুন্নবী সা. মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন ড. মাওলানা আবুল কালাম আজাদ (বাশার), বিশেষ
অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এর সাবেক ডীন প্রফেসর ড. মাহবুবুর রহমান, মুনার সহকারী নির্বাহী পরিচালক, কুরআন একাডেমি ফর ইয়াং স্কলারসের অধ্যক্ষ বিশিষট শিক্ষাবিদ শায়খ আহমদ আবু উবাইয়দা।মসজিদ আল হেরার সভাপতি নজরুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে ও ওবায়দুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন কাজী মো: ইলিয়াস।সঞ্চালনা সহযোগী ছিলেন রিয়াজউদ্দীন চৌধুরী।পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ নজরুল ইসলাম।
সীরাতুন্নবী সা. মাহফিলে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলও যোগ দেন এবং মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
সীরাতুন্নবী সা. মাহফিলে বক্তারা বলেন, মানব জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামীন এই দুনিয়াতে প্রেরণ করেছেন তাঁর ইবাদত ও বন্দেগী করার জন্য।আল্লাহর বান্দা হিসেবে মানুষের কাজই হচ্ছে তার খালিক ও মালিক মহান আল্লাহ রাব্বুল আলামীন এর ইবাদত করা। মানুষ কিভাবে আল্লাহর ইবাদত করবে এই পথ ও পদ্ধতি আল্লাহ আমাদেরকে নবী মুহাম্মদ সা. এর মাধ্যমে শিক্ষা প্রদান করেছেন। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান ও মহানবী মুহাম্মদ সা.-এর জীবন আদর্শ অনুসরণ করা। তাই দুনিয়ায় শান্তি, কল্যাণ ও আখেরাতে মুক্তি নিশ্চিত করতে সবাইকে মহানবী সা.-এর জীবন আদর্শের প্রকৃত অনুসরণ করে এবং সকল ক্ষেত্রে তাঁর আদর্শ মেনে চলার আহবান জানান।
বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং আখেরী নবী হযরত মোহাম্মদ সাঃ এর জীবনাদর্শ একজন মোমেনের জীবনের পাথেয় হওয়া উচিত।যে মোমেন তার জীবনে হযরত মোহাম্মদ সা.-এর জীবনাদর্শ গ্রহন করেছে সে দুনিয়া ও আখেরাতে দুজাহানেই সফলতা অর্জন করেছে।
জনাব ওবায়দুল্লাহ চৌধুরী তাঁর বক্তব্যে মসজিদ আল হেরার জন্য স্থায়ী পার্কিং লট ও স্থায়ী রান্নাঘরের ব্যবস্হাকরন এবং এলিমেন্টারি আরবী স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে মাহফিলে উপস্হিত মুসল্লিদের মতামত জানতে চাইলে তাঁরা সবাই সম্মতি জ্ঞ্যাপন করেন।
আটলান্টিক সিটি ও এর আশেপাশের শহরে বসবাসরত বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসলমান সীরাতুন্নবী সা. মাহফিলে যোগ দেন।
মসজিদ আল হেরা কর্তৃপক্ষের সুব্যবস্হাপনায় সীরাতুন্নবী সা. মাহফিলে বিপুল সংখ্যক মহিলাও অংশ নেয়। সীরাতুন্নবী সা. মাহফিল শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। মসজিদ আল হেরা কর্তৃপক্ষ সীরাতুন্নবী সা. মাহফিল সফল করায় ধর্মপ্রাণ মুসল্লিদের ধন্যবাদ জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct