আপনজন ডেস্ক: মার্কিন সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার অল্প দিনের মধ্যে আফগান প্রদেশ দখল করে নেয় তালিবানরা। প্রেসিডেন্ট আশরাফ গণি দেশ ছাড়ার পর ১৫ আগস্ট পূর্ণ নিয়ন্ত্রণে নেয় তালিবানরা। নানা বিতর্কের মধ্যে একশো দিন পেরিয়ে গেল তালিবানদের শাসন। তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণের একশ দিন পার হয়েছে।
স্থানীয়দের দাবি, তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতির অবনতি ঘটেছে। আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় দেশটিতে বিদেশি সহায়তাও বন্ধ হয়ে গেছে। এতে চরম মন্দায় দেশটির অর্থনীতি। কর্মস্থানের সুযোগ হারানোয় দিশেহারা দেশটির শ্রমিক ও দরিদ্র জনগোষ্ঠী।
তারা বলেন, গেল একশ দিনে আমরা খুব বাজে সময় কাটিয়েছি। আমরা বেতন পাচ্ছি না। অহরহ বোমা হামলার ঘটনা ঘটছে। এতে নিরাপত্তহীনতায় ভুগছি। আমাদের মেয়ে শিশুরা স্কুলে যেতে পারছে না। সবমিলিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি।
দেশটিতে বর্তমানে নিরাপত্তার বিষয়টিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আফগানদের জন্য। ক্ষমতা দখলের পর আফগান জনগোষ্ঠীর নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিলেও তাদের আমলেই নারীদের একটি স্কুলে বোমা হামলা চালায় ইসলামিক স্টেট খোরাসান বা আইএসকে।এতে অন্তত একশ শিক্ষার্থীর প্রাণহানি ঘটে। এছাড়াও বিভিন্ন সময় মসজিদে হামলাসহ দেশটির শিয়া সম্প্রদায়ের ওপর বোমা হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ আফগানরা।
তবে তালেবানরা সব কিছুকে পিছনে ফেলে আস্তে আস্তে দেশকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct