আপনজন ডেস্ক: আপনার গাড়ির এনওসির জন্য আর ছুটতে হবে না লালবাজারে । ড্রাইভিং লাইসেন্সের এনওসির জন্যও দৌড়ঝাঁপ করতে হবে৷ এই দুটি ক্ষেত্রে এনওসি পেতে অনেক সহজ দিশা দেখাল কলকাতা পুলিশ। এ জন্য চালু করা হল ইএনওসি পরিষেবা।
মঙ্গলবার ইএনওসি (eNOC) সংক্রান্ত একটি ট্যুইট করে কলকাতা পুলিশ৷ যেখানে গাড়ির এনওসি এবং ড্রাইভিং লাইসেন্সের এনওসি অনলাইনে কীভাবে পাবেন তা উল্লেখ করা হয়েছে৷ এই বিশেষ পরিষেবা মঙ্গলবার থেকেই কলকাতা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
এতদিন এনওসি লালবাজারের ট্রাফিক কাউন্টার থেকে পাওয়া যেত। প্রয়োজনীয় নথিপত্র নিয়ে লালবাজারে নির্দিষ্ট কাউন্টার থেকে এনওসি বের করা ছিল যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার। এখন আর এনওসি পাওয়ার ক্ষেত্রে সময় নষ্ট করতে হবে৷ ইএনওসি পরিষেবা শুরু হয়ে যাওয়ায় ঘরে বসেই পেয়ে যাবেন এই পরিষেবা, সময় নষ্টের কোনও সম্ভাবনা নেই৷ ৭ দিন ২৪ ঘণ্টা পাওয়া যাবে এই পরিষেবা। ইএনওসিতে কিউআর কোড এবং কলকাতা পুলিশের ওয়াটার মার্ক লোগো থাকবে। যা সত্যতা ও নিরাপত্তা বজায় রাখবে৷
কী ভাবে eNOC পাবেন-
১. ওয়েবসাইটে গিয়ে http://www.kolkatatrafficpolice.gov.in পেজটি খুলুন
২. ক্লিক করুন Download eNOC-এ
৩. গাড়ির নম্বর, Chassis নম্বর, ইমেল আইডি, মোবাইল নম্বর লিখুন
৪. এরপর ওটিপি আসবে
৫. ওটিপি কনফার্ম করার পর পপ-আপে দেখাবে গাড়িটি ইএনওসির জন্য যোগ্য কি না
৬. এরপরই প্রিন্টেবল ইএনওসি পাবেন
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct