নিজস্ব প্রতিবেদক, কলকাতা: রাষ্ট্রসংঘ অনুমোদিত দেশের অন্যতম ইসলামি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ অবজেকটিভ স্টাডিস—এর কলকাতা শাখার উদ্যোগে ইলিয়ট রোডে আইওএস সভাঘরে অনুষ্ঠিত হল এক ফুরফুরার পীর হযজরত আবুবকর রহ.-কে নিয়ে বিশেষ আলোচনা সভা। মূল উদ্যোক্তা ছিলেন আইওএস-এর ককাতা চ্যাপ্টারের কর্ণধার হাফেজ আব্দুল বাসিত। কুরঅান শরীফ তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভাপতিত্ব করেন বাহাউদ্দিন সিদ্দিকি। সঞ্চালনা করেন মাওলানা নূর মহম্মদ নাদভী। হাফেজ আব্দুল বাসিত সাহেব ইনস্টিটিউট অফ অবজেকটিভ স্টাডিস—এর পরিচিতি ও সভার মূল উদ্দেশ্যকে তুলে ধরেন। মাওলানা মীজানূর রহমান আজহারী, হজরত পীর আবুবকর রহ. এর সংক্ষিপ্ত বংশ পরিচয় তুলে ধরেন। মাওলানা সাইফুদ্দিন নাদভী উনবিংশ শতাব্দির বাংলার মুসলিমদের মতানৈক্য দূরীকরণে হজরতের গুরুত্বপূর্ণ ভূমিকা ও ফুরফুরা শরিফের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন।
মাওলানা উবাইদুর রহমান সাহেব সুদূর নদওয়া থেকে অনলাইন মাধ্যম যোগ দেন। তিনি পীর হজরত আবু বকর রহ. পশ্চিমবাংলা, আসাম ও ওপার বাংলায় অকলান্ত পরিশ্রম করে ইসলামি সংস্কৃতির ও শিক্ষার প্রসারে যে অবদান রেখেছেন সে সম্বন্ধে উর্দুতে আলোচনা করেন। মুফতি মনিরুল ইসলাম সাহেব বাংলাদেশ থেকে মূল্যবান আলোচনা করেন।
সওবান সিদ্দিকী, মাওলানা খুরসিদ আলম নাদভী ছাড়াও সভার সভাপতি মাওলানা বাহাউদ্দিন পীর রহ.- সমএবন্ধ গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিমেষ করে তার জীবনে সূফিবাদ নিয়ে সবশেষে সম্মানীয় অতিথিগনকে প্রেজেস্টেশনের মাধ্যম দিয়ে আজকের সভার সমাপ্তি ঘোষণা করেন হজরত আব্দুল বাসিত ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct