আজিজুর রহমান, গলসি: পূর্ব বর্ধমান জেলার গলসির ভাসাপুরে কাছে ডিভিসি সেচ খালের উপরে থাকা পুরাতন সেতুটির বিপদজনক অবস্থায় রয়েছে বলে দাবি স্থানীয় মানুষজনের। সেতুর চাতালের এক অংশ বসে গেছে। পাশাপাশি কয়েক জায়গায় সেতুর গায়ের গার্ড রেলিং ভেঙে পড়েছে কয়েক বছর পূর্বে। পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানালেও কোন ব্যাবস্থা নেয়নি প্রশাসন এমনই অভিযোগ স্থানীয়দের। এলাকার বাসিন্দা মহসিন মন্ডল বলেন, এটি বহু পুরাতন একটি সেতু। দীর্ঘদিন সেতুর কোন সংস্কার হয়নি।
ফলে দু’দিকের সিমেন্টের রেলিং বেশ কিছু অংশ ভেঙে গিয়েছে। নিজের রড বেরিয়ে ফাটলও ধরেছে সেতুর মাঝে। সেতুটি ভেঙে পড়লে আশেপাশের দশটি গ্রামের মানুষ সমস্যায় পরবেন। এলাকার বাসিন্দা সেখ সেলিম বলেন, ১৯৫৮ সালে সেচ দপ্তর ওই সেতুটি নির্মান করেছিল। ওই সেতুর উপর দিয়ে পোতনা, ভাষাপুল, মনহরসুজাপুর, রাইপুর, আটপাড়া, শিড়রাই, পোতনা, খুরাজ, আমবহুলা, মল্লসারুল, সহ প্রায় দশটি গ্রামের মানুষ নিত্য যাতায়াত করেন। বর্তমানে প্রশাসন ওটিকে দুর্বল সেতু হিসাবে চিহ্নিত করে বোর্ড লাগিয়ে দিয়েছে। তবে এখনও প্রযন্ত কোন ব্যবস্থা গ্রহন করেনি। সেতুটি ভেঙে পরলে স্কুল কলেজের পড়ুয়া সহ বহু মানুষ সমস্যায় পরবেন। তার দাবী দ্রুত সেতুটি মেরামতের ব্যবস্থা করুক প্রশাসন। পোতনা গ্রামের বাসিন্দা অনুপ দত্ত আক্ষেপ করে বলেন, সেতুর মাঝখান নিচে দিয়ে বসে গেছে। তাদের ওই সেতুটির উপর দিয়ে নিত্যদিন তিনটি রুটের তিনচারটি বাস চলাচল বলেন, দামদর এলাকা থেকে বহু কৃষক ওই রাস্তায় সবজি নিয়ে আসেন বিক্রি করতে বাজারে আসেন। কিছুদিন আগে সেতুর গায়ে পাইলিং করে মাটি ধরিয়েছে প্রশাসন।
তবে তারপর আর কোন খবর নেই। সেতুটি যাত্রীবাহী বাসসহ ভেঙে পরলে বহু মানুষের প্রানহানী ঘটবে। মিলন সেখ নামে এক পথচারী বলেন, পার্শ্ববর্তী গ্রামের ছাত্র ছাত্রীরা গলসি, পুরসা, বুদবুদ ও বর্ধমানের বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করতে যায় ওই সেতু পার হয়ে। তাছাড়াও হাজার হাজার নিত্যযাত্রী, ব্যবসায়ী দৈনিক ওই সেতু পার হয়ে জাতীয় সড়কে আসেন। সেতুটি ভেঙে পরলে স্থানীয় গ্রামগুলির মানুষদের রুজি-রুটির বেশই সমস্যা হয়ে যাবে। ওই বিষয়ে গলসি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ রোকেয়া বলেন, তিনিও ওই সেতু পার হয়ে নিত্যদিন অফিস যাতাযাত করেন। ইতিমধ্যেই বিষটি নিয়ে তিনি জেলার উদ্ধোতন কতৃপক্ষকে জানিয়েছেন। তাছাড়াও তিনি বিধায়ক ও বিডিও সাথে আলোচনা করেছেন। পুর্ত দপ্তরের সহযোগিতায় যাতে সেতুটি দ্রুত সংস্কার হয় তার জন্য তিনি সবরকম চেষ্টা করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct