আপনজন ডেস্ক: কানাডীয় সংগীতশিল্পী জাস্টিন বিবারকে সৌদি আরবে কনসার্টে পারফরম্যান্স না করার অনুরোধ জানিয়েছেন নিহত সাংবাদিক জামাল খাসোগির স্ত্রী খাদিজা সেনসিজ। আগামী ৫ ডিসেম্বর সৌদির দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন পোস্টে লেখা এক খোলা চিঠিতে তিনি এই আহ্বান জানান। আমেরিকার এই পত্রিকাটিতে প্রদায়ক হিসেবে কাজ করতেন খাসোগি। সেখানে খাদিজা বলেন, 'জাস্টিন বিবার যদি সৌদি কনসার্টে পারফর্ম না করেন, তবে বিশ্বকে এই বার্তাই দেওয়া হবে যে তার মেধা ও নাম এমন কোনো সরকারের খ্যাতি উদ্ধারে ব্যবহার হবে না, যে তার সমালোচকদের হত্যা করে। আমার প্রিয় জামালের হত্যাকারীদের জন্য গান না গাইতে আপনাকে অনুরোধ করছি। দয়া করে তাকে হত্যাকারী মোহাম্মদ বিন সালমানের নিন্দা ও প্রতিবাদ জানান। আপনার প্রতিবাদ কোটি মানুষ শুনবেন। আপনি যদি এমবিএসের দাবার গুঁটি হতে না চান, তবে আপনার কণ্ঠ আরও স্পষ্ট ও সরব হবে। আপনি বলবেন—আমি একনায়কদের জন্য গাই গাইব না। অর্থের চেয়ে আমার কাছে স্বাধীনতা ও ন্যায়বিচারই বড়ো।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct