নিজস্ব প্রতিবেদক, দেগঙ্গা: আপনজন: তৃতীয় বার রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি বাংলার উন্নয়নের উপর জোর দিতে চান। তাই বারে বারে বিভিন্ন জেরায় প্রশাসনিক বৈঠক করে উন্নয়নের অবস্থা যাচাই করতে খোঁজখবর নেন। তবে, তার সেই বার্তার বাস্তবায়নে বেশ কিছু জনপ্রতিনিধি সক্রিয় হয়ে উঠেছেন। রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলি নিয়ে বাড়ি বাড়ি প্রচার ও মানুষের পাশে এসে নিয়মতি দাঁড়িয়ে নজর কেড়ে চলেছেন উত্তর ২৪ পরগনার দেগঙ্গা-৩৬ নং জেলা পরিষদ কেন্দ্র থেকে নির্বাচিত বর্তমান উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।
জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসাবে মানুষের দাবির সঙ্গে সহমত হয়ে উন্নয়নমূলক কাজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করার প্রবনতা লক্ষ্য করা যায় ফারহাদকে।
উল্লেখ করা যায় দেগঙ্গার নুরনগর পঞ্চায়েত এলাকার গাম্ভীরগাছি গ্ৰামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এলাকার রাস্তা তৈরির। মূলত তারই বিশেষ উদ্যোগে জেলা পরিষদ থেকে টাকা বরাদ্দ সেই রাস্তার কাজের শুভ সূচনা সম্পন্ন হল রবিবার ।
সুচনা লগ্নে উপস্থিত হয়ে দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল বলেন, উন্নয়নের সুফল দেগঙ্গার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। বিধায়ক আরও বলেন মানুষের জন্য জেলা পরিষদ সদস্য হিসেবে ফারহাদ সাহেব যেভাবে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত গৌরবের। একেএম ফারহাদ বলেন, উন্নয়নের প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে ও দার স্বপ্ন সফল করতে এই মানবিক কাজ করে চলেছেন জনগণের স্বার্থে। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন, দেগঙ্গার ওই রাস্তাটির রূপায়ণে কর্মাধ্যক্ষ ফারহাদ সাহেব যেভাবে কাজ করেছে তাকে সাধুবাদ না জানিয়ে উপায় নেই। এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আনিসুর রহমান বিদেশ, সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরবিন্দ ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী অরূপ বিশ্বাস, উপপ্রধান হাজী আব্দুর রব, সদস্য নুর উদ্দিন,আবু তালেব, সমাজসেবী সুনীল বরণ ঘোষ,নিলুপদ দাস, কুতুব উদ্দিন, সুব্রত প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct