আপনজন ডেস্ক: বিগত বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার শরিক হিসেবে পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল আইএসএফের হয়ে নির্বাচনে লড়েছিলেন দীর্ঘদিন ধরে শিক্ষক আন্দোলনের তরুণ নেতা মইদুল ইসলাম। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নজর কেড়েছিলেন। পরে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের এই নেতার নেতৃত্বে শিক্ষক বদলির নির্দেশের বিরুদ্ধে বিকাশ ভবনের সামনে অনশন শুরু করেন শিক্ষকরা। বিকাশ ভবনের সামনে বদলির প্রতিবাদে বিষ খেয়েছিলেন পাঁচ শিক্ষিকা। আত্মহত্যার চেষ্টা করায় তাঁদের বিরুদ্ধে মামলাও করেছিল রাজ্য সরকার। আর এই আন্দোলনের জন্য মইদুলের বাড়িতে পুলিশ চড়াও হয়ে তাঁকে থানায় তুলে আনে বলে অভিযোগ ওঠে। সেই মইদুল ইসলাম এবং বিষপান করে আত্মহত্যা করতে যাওয়া পাঁচ শিক্ষিকা সহ ৩০০ জন সদস্য রবিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে ঘাসফুল পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগ দিলেন।
এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর মইদুল বলেন, পেশাগত ভাবে আন্দোলন করেছি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য। তবে এই আন্দোলন হঠকারী সিদ্ধান্ত ছিল। সরকার আলোচনা চেয়েছিল। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূলে যোগ দিলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct