মঞ্জুর মোল্লা, নদিয়া: নদিয়া জেলার নাকাশিপাড়া ব্লকের চন্দনপুর প্রায় তিন মাস ধরে রেশনের কোন মাল পাচ্ছে না রেশনের দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী। রেশন গ্রাহকদের অভিযোগ দুয়ারে রেশন প্রকল্পের মাঝে দীর্ঘ তিন মাস ধরে বঞ্চিত প্রায় ২৫০০ উপভোক্তারা। গ্রামবাসীরা একাধিকবার রেশন ডিলারের কাছে অনুরোধ করলেও রেশন ডিলার কোন মাল দিতে চাননি। সাতসকালেই তাই রেশন ডিলারের তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা। রেশন ডিলার শুধুমাত্র কম্পিউটারের ভুলের দোয়ায় দেখিয়ে দীর্ঘদিন থেকে বঞ্চিত করেছে এমনটাই অভিযোগ করছে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী বিক্ষোভকারীদের অভিযোগ আমাদের ন্যায্য মাল কবে বিতরণ করা হবে তার ডিলার ঠিক করুক।
বিক্ষোভকারীদের দাবি প্রশাসনিকভাবে তাদের কাছে লিখিত দেয়া হোক আগামী দিন কবে মাল দেওয়া হবে তারপরে আমরা বিক্ষোভ তুলে নেব। প্রশাসনের তরফ থেকে ডিলারকে যোগাযোগ করছে স্থানীয় সূত্রে খবর এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেশন মানুষকে দুয়ারে পৌঁছে দিচ্ছে গোটা ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কেন রেশন ডিলার এতদিন রেশন পায়নি তা প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct