রাকিবুল ইসলাম, বহরমপুর: শনিবার একাধিক দাবি দাওয়া নিয়ে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার এক রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের বাহাদুরপুর শাখার সামনে বিক্ষোভ করেন ও স্মারকলিপি জমা দেন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের অভিযোগ দীর্ঘদিন থেকে ব্যাঙ্কে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্ট চালু হচ্ছে না। তাছাড়া আরো বিভিন্ন দাবি নিয়ে।
ব্রাঞ্চ ম্যানেজার বলেন গোষ্ঠীর মহিলাদের দাবি তাদের সেভিংস অ্যাকাউন্ট খোলা কিন্তু বর্তমান সময়ে রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুসারে গোষ্ঠীর মহিলাদের সেভিংস অ্যাকাউন্ট খোলা অনেক জটিল৷ এর কারণে অনেক সময় অনেক অ্যাকাউন্ট ও রিজেক্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন থেকে ব্যাঙ্কে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্ট চালু হচ্ছে না, ব্যাঙ্ককর্মীদের ব্যবহার ভালো নয়, এছাড়াও ১২ দফা দাবি নিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের কাছে আসা হয়েছে বলে জানান ভগবানগোলা এক ব্লকের মহা সংঘের নেত্রী বর্ণালী দাস। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভগবানগোলা থানার ওসি দীপক হালদার। তার আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়।
আরও পড়ুন: