আপনজন ডেস্ক: মানুষের শরীরে ছাগলের অণ্ডকোষ প্রতিস্থাপনের নজির একটাই আছে। সেটাও প্রায় ৯০ বছর আগের ঘটনা। ১৯৩০ সালের সেপ্টেম্বরে এই বিশাল কাণ্ডটি ঘটিয়ে ফেলেন জন ব্রিঙ্কলে। যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যের মিলফোর্ডের পথে রওনা দেয় স্টেট মেডিক্যাল বোর্ডের একটি দল ছুটছে। সঙ্গে অসংখ্য সাংবাদিকও রয়েছেন। জন ব্রিঙ্কলের চেম্বারেই যাবেন তারা। কানসাস স্টেট মেডিক্যাল বোর্ডের দলটি সেখানে গিয়ে নানা ধরনের প্রশ্ন করতে থাকলেন জন ব্রিঙ্কলেকে। কিন্তু জন ব্রিঙ্কলে বললেন চুপচাপ দাঁড়িয়ে পুরো কর্মযজ্ঞ দেখতে। মেডিক্যাল বোর্ডের দলটি ঘরের এক কোণে দাঁড়িয়ে রইলেন। এদিকে জন ব্রিঙ্কলে পুস্তুত। প্রথমে জন ব্রিঙ্কলে জীবন্ত ছাগলের দুটি অণ্ডকোষ কেটে বের করে আনলেন খুবই বুক ফুলিয়ে। এ কাজে তিনি সফল হলেন। ওই চিকিৎসক এবার পাশের টেবিলে শুয়ে থাকা রোগীর শরীরে খুব সন্তর্পনে সেগুলো প্রতিস্থাপন করলেন। এই অস্ত্রোপচার নিয়ে বিতর্কের শেষ নেই। কিন্তু এই একটি অস্ত্রোপচারই সারা বিশ্বে পরিচিতি এনে দিয়েছিল তাকে। ‘গোট গ্ল্যান্ড ডাক্তার’ হিসাবে এক নামে সকলে চেনেন তাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct