আপনজন ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে দিন পাঁচেক হলো। এরই মধ্যে আবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে গেছে ভারত আর নিউজিল্যান্ড। কিন্তু বিশ্বকাপের রেশ কি এত তাড়াতাড়ি শেষ হয়! বিশ্বকাপে দলগুলোর পারফরম্যান্সের কাটাছেঁড়া চলছে কোথাও, কোথাও চলছে প্রথমবারের মতো সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপ প্রথমবার জেতা অস্ট্রেলিয়ার প্রশংসা। বিশ্বকাপে দারুণ শুরু করেও সেমিফাইনালে বাদ পড়া পাকিস্তানকে নিয়ে আফসোসও আছে। আর চলছে নিজের মতো করে বিশ্বকাপের সেরা একাদশ বানানোর কল্পনা। সেরা একাদশ অবশ্য বিশ্বকাপের পরদিনই একটা ঘোষণা করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে সে একাদশের নাম দেওয়া হয়েছিল ‘মোস্ট ভ্যালুয়েবল টিম অব দ্য টুর্নামেন্ট’। এবার নিজের মতো করে বিশ্বকাপের সেরা একাদশ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটস্যান কেভিন পিটারসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব পিটারসেনের দলে সবচেয়ে বেশি তিনজন ক্রিকেটার আছেন পাকিস্তান দলের। দুজন করে আছেন ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার। বাকি দুজন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। ভারতের কাউকেই নিজের একাদশে রাখেননি দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংলিশ সাবেক ব্যাটসম্যান। পিটারসেন তাঁর বিশ্বকাপ একাদশে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে দিয়েছেন ইনিংস উদ্বোধনের দায়িত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct