আপনজন ডেস্ক: কর্মী স্বল্পতার কারণে ভবিষ্যতে চালক ছাড়াই ট্রেন চালু করতে চায় জাপান। এ উপলক্ষে গতকাল বুধবার ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি হনশু দ্বীপের পশ্চিম উপকূলের নিগাতা অঞ্চলে স্বয়ংক্রিয় বুলেট ট্রেনের পরীক্ষা চালিয়েছে। পরীক্ষার শুরুতে চালক ট্রেনটির সুইচ চেপে তা ‘স্বয়ংক্রিয় মোডে’ চালু করে দেন। এরপর থেকে ১২টি বগিবিশিষ্ট বুলেট ট্রেনটিতে চালকের আর কোনো হস্তক্ষেপ প্রয়োজন পড়ে না। ই৭-সিরিজের ট্রেনটি দূরের একটি নিয়ন্ত্রণকেন্দ্র থেকে পরিচালনা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct