অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: অনলাইনের পাশাপাশি এবার অফলাইনেও পঠন-পাঠন শুরু হতে চলেছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে। তবে আপাতত সপ্তাহে একদিন করেই চলবে অফলাইনে বালুরঘাট মহাবিদ্যালয়ে পঠন-পাঠন। এবং বাকি ক্লাস আপাতত যেমন অনলাইনে চলছে, তেমনি অনলাইনে চলবে পড়ুয়াদের জন্য। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক নিয়োগ না হওয়া পর্যন্ত যাদবপুর ,কলকাতা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পাশাপাশি বালুরঘাট কলেজ সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যাপক ও অবসরপ্রাপ্ত বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ অধ্যাপকেরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াবেন।স্বভাবতই বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ অধ্যাপকদের সহচার্যে পঠন-পাঠন চালিয়ে যাবার সুযোগ পাচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এর ফলে স্বভাবতই তারা উপকৃত হবেন বলেই মনে করছেন অনেকেই।
উল্লেখ্য, প্রায় তিন বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর বালুরঘাটের মাহিনগর এলাকায় বিমানবন্দরের কাছে একটি সুন্দর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় ১১.০৭ একর জমি বেছে নেওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজ শুরু হয়েছে। কাজ অনেকটাই এগিয়েছে, তবে এখনো কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং ও পরিকাঠামোগত কাজ শেষ না হওয়ায় আপাতত অনলাইনের পাশাপাশি বালুরঘাট কলেজে অফলাইনে সপ্তাহে একদিন করে ক্লাসগুলি চলবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিয়ামক (অ্যাডিশনাল রেজিস্টার) হিসেবে বালুরঘাট কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুণ্ডুকে দায়িত্বভার দেওয়া হয়েছে।
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায় জানান, ‘আটটি নতুন ইউনিভার্সিটি হয়েছে। তার মধ্যে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি একটি। এটি একটি স্টেট এডেড ইউনিভার্সিটি। অনলাইনে ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপাতত বালুরঘাট মহাবিদ্যালয়ে সপ্তাহে একদিন অফলাইনে ক্লাস চলবে। মূলত ব্লেন্ডেড মোডে পঠন-পাঠন চলবে। ধীরে ধীরে পুরো ক্লাস অফলাইনে করা হবে।অর্থাৎ, কোভিড প্রটোকল মেনেই সরকারি নির্দেশিকা অনুসারেই বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন চলবে।’ এবিষয়ে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ডেভলপার সুশান্ত কুমার জানান, ‘এবছর নতুন পথ চলা শুরু করা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ও গণিত ইত্যাদি তিনটি বিষয়ে ছাত্র-ছাত্রীরা ভর্তি হয়েছে। এর মধ্যে ইংরেজি বিষয়ে ৪৯ জন, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ৪৭ জন এবং গণিত বিষয়ে ৪৪ জন পড়ুয়া ভর্তি হয়েছে। আপাতত তাদের নিয়েই পঠন-পাঠন চলছে। পরবর্তী শিক্ষাবর্ষ থেকে অন্যান্য বিষয় চালুর ভাবনা রয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct