আব্দুস সামাদ মণ্ডল, কলকাতা: বৃহস্পতিবার মাদ্রাসা ছাত্র ইউনিয়ন আলিয়া বিশ্ববিদ্যালয় পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে পদ্মপুকুর অবধি ডা. কাফিল খানের বহিষ্কারের বিরুদ্ধে ধিক্কার মিছিলের আয়োজন করে। এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সকল সাধারণ ছাত্রছাত্রীরা যোগদান করে বলে দাবি নেতৃত্বদের।মিছিলের নেতৃত্ব দেন মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। তিনি আপনজন প্রতিনিধিকে জানান, উত্তরপ্রদেশ সরকার মানব প্রেমিক ডাক্তার তথা কাফিল আহমেদ খানকে বিনাদোষে বহিষ্কার করেছে তার জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি।
উপস্থিত ছিলেন ছাত্রনেতা সাজিদুর রহমান বলেন, আমরা ডা. কাফিল খানকে খুব কাছ থেকে দেখেছি। তিনি যে মানবপ্রেমিক ডাক্তার তা বলার অপেক্ষা রাখে না।
কাফিল খানকে উত্তরপ্রদেশ সরকার তথা যোগী সরকার ধর্মীয় পরিচয় দেখে বহিষ্কার করেছে বলে আমাদের মতামত। আমরা ধিক্কার জানাচ্ছি সরকারের এহেন কর্মযজ্ঞকে।
উল্লেখ্য, এলাহাবাদ হাইকোর্ট ডা. কফিল আহমেদ খানের বিরুদ্ধে দ্বিতীয়বার বরখাস্তের আদেশ স্থগিত করেছে। গোরখপুরের বিআরডি হাসপাতালে অক্সিজেনের অবাবে ২০১৭ সালের আগস্ট মাসে প্রায় ৬০ জন শিশু মারা গিয়েছিল। সেই সশয় ত্রাতায় ভূমিকায় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করে কাফিল খান বহু শিশুর প্রাণ বাঁিচয়েচিলেন্। তাই মিডিয়ার চোখে সেসময় তিনি হিরো হয়ে উঠেছিলেন। কিন্তু অক্সিজেন সরবরাহে দুর্নীতির অবিযোগ তোলা হয় তার বিরুদ্ধ্ েযদিও নটি তদন্ত কমিশন তাকে নির্দোষ বলে জানিয়ে দেয়। এরপর তাকে আলিগড় মুসলিম বিশ্বেবিদ্যালয়ে সিএএ বিরোধী সভায় বক্তৃতা দেওয়ার জন্য গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। যদিও কোর্টের নির্দেশ তিনি ছাড়া পান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct