এহসানুল হক, বসিরহাট: মানুষের বহু জটিল রোগ নির্ণয় করতে সিটি স্ক্যান ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে সিটি স্ক্যান এক অপরিহার্য বিষয়। যদিও সিটি স্ক্যান করা যথেষ্ট খরচ সাপেক্ষ বলে মনে করেন চিকিৎসা মহল। বেসরকারি জায়গায় সিটি স্ক্যান করাতে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা খরচ হয়।
কিন্তু, সঠিকভাবে রোগ নির্ণয় করতে অনেক সময় সিটি স্ক্যান জরুরি হয়ে পড়ে। তখন বাইরে থেকে বাড়তি টাকা খরচ করেই এই টেস্ট করাতে হয়। তবে এবার বহু প্রতীক্ষার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক ভবন থেকে বসিরহাট সুপার স্পেশালিস্ট হসপিটাল এর জন্য সিটি স্ক্যান মেশিন উদ্বোধন করলেন।যার ফলে বসিরহাট বাসীর চিন্তা কিছুটা কমল অসহায় মানুষদের। বসিরহাট জেলা হাসপাতালেই এবার পাওয়া যাবে সিটি স্ক্যান ।
এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে বসানো হল সিটি স্ক্যান মেশিন।সীমান্তবর্তী এলাকার প্রায় কয়েক লাখ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে দিবারাত্র পরিষেবা পাবে। বসিরহাট জেলা হাসপাতালে দীর্ঘদিন ধরেই এই পরিষেবা দেওয়ার পরিকল্পনা চলছিল। কয়েক বছর আগে থেকে জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা দেওয়ার জন্য উদ্যোগ শুরু হয়। তবে পরিকল্পনার প্রায় এক দশক পরে শুরু হল এই পরিষেবা। এই বিষয়ে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডা:সপ্তসী ব্যানার্জি বলেন, দীর্ঘদিন ধরেই বসিরহাট জেলা হাসপাতাল থেকে এই পরিষেবা দেওয়ার পরিকল্পনা ছিল। কয়েক বছর আগে থেকেই এই বিষয়ে উদ্যোগ শুরু হয়। প্রথমে ঠিক করা হয়, জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের পাশেই সিটি স্ক্যানের যন্ত্রাংশ বসানো হবে। তবে ভারি যন্ত্রাংশ হওয়ায় ফলে পরে ঠিক করা হয়, সুপার স্পেশালিটি হাসপাতালের নতুন ভবনেই এই যন্ত্রাংশ স্থাপন করা হবে। সেইমতো কাজ হয়েছে। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই পথচলা শুরু হওয়ায় ভালো লাগছে বলেও জানিয়েছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct