আপনজন ডেস্ক: চুলের যত্ন নিতে আমরা কত কি করে থাকি। এমনকি হেয়ার মাস্কও তৈরি করি। হেয়ার মাস্ক তৈরির ক্ষেত্রে সাধারণত ঘরে থাকা নানা উপাদান ব্যবহার করা হয়। এই শীতের মৌসুমে ধনেপাতাও যে আপনার চুলের যত্নে সহায়ক হয়ে উঠতে পারে। আপনি যদি ধনেপাতা দিয়ে তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করেন তবে খুব সহজেই নরম, ঘন ও কালো চুল পাবেন। ধনেপাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এই পাতায় পাওয়া যায় ভিটামিন কে, ভিটামিন ই এবং ভিটামিন এ। এসব উপাদান চুলের যত্নে খুবই কার্যকরী। চুল সুন্দর করার পাশাপাশি এটি চুলের নানা সমস্যাও দূর করে। আমাদের ত্বক এবং চুলের জন্য অ্যালোভেরা কতটা উপকারী সেকথা এতদিনে জেনে গিয়েছেন নিশ্চয়ই। এবার সেই অ্যালোভেরা মিশিয়ে নিন ধনেপাতার মিশ্রণের সঙ্গে। খুব সহজেই তৈরি হয়ে যাবে একটি উপকারী হেয়ার মাস্ক। ধনেপাতার পেস্ট তৈরি করে তার সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে নিলেই তৈরি হবে মাস্ক। এরপর এই হেয়ার মাস্ক পুরো চুলে লাগিয়ে নিন। মিনিট বিশেক এভাবে রেখে এরপর ধুয়ে নিন। এই হেয়ার মাস্ক ব্যবহারে আপনার চুল হয়ে উঠবে নরম ও প্রাণবন্ত।এছাড়া চুলের যত্নে মুলতানি মাটিও অনেক বেশি উপকারী। মুলতানি মাটি ও ধনেপাতার পেস্ট একসঙ্গে ব্যবহার করলে পাবেন উপকার। সেজন্য প্রথমে ধনেপাতার পেস্ট তৈরি করে নিন। এরপর তার সঙ্গে মেশান মুলতানি মাটি। এই পেস্ট চুলে ব্যবহার করে অপেক্ষা করুন বিশ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। মুলতানি মাটি ও ধনেপাতার হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct