আপনজন ডেস্ক: মা ও সৎ ভাইকে ঘরবন্দি করে আগুনে পোড়ানোর অভিযোগ উঠেছে ছেলে অনিক মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় মামনি বেগম ও তার তিন বছরের ছেলে প্রাণে বেঁচে গেলেও পুড়ে গেছে ঘরের টিভি ও ফ্রিজসহ লাখ টাকার আসবাবপত্র। গাইবান্ধা পৌর শহরের খানকাহ শরীফ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত অনিক মিয়া (২০) মামনি বেগমের আগের স্বামী আবদুর রশিদ প্রধানের ছেলে। অনিক তার বাবা আবদুর রশিদ প্রধানের সঙ্গে গাইবান্ধা পৌর শহরের কুটিপাড়া এলাকার বাড়িতে বসবাস করে আসছেন। মামনি বেগমের অভিযোগ, অনিকসহ তিন ছেলে রেখে ২০১৬ সাল থেকে জিয়াউর রহমানকে বিয়ে করে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছেন তিনি। বর্তমানে তার তিন বছরের আরেকটি ছেলে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে প্রথম স্বামীর ছেলে অনিক তার কাছে টাকা দাবিসহ নানা কারণে অত্যাচার করে আসছিলেন। বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ বাড়িতে এসে তাকে গালিগালাজ করতে থাকেন অনিক। এক পর্যায়ে ঘরে আগুন দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে তাদের উদ্ধার করে। গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct