অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। মূলত আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস এর মত পরীক্ষায় সফলতা পেতে গেলে কি ধরনের প্রস্তুতি প্রয়োজন সে বিষয় নিয়েই এদিনের এই কর্মশালার আয়োজন করা হয়। বালুরঘাটে জেলার প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছাঁয়া ভবনে আয়োজিত এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন, দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানী এ, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) বিবেক কুমার, ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ,বালুরঘাট সদর মহকুমা শাসক সুমন দাশগুপ্ত সহ অন্যান্য প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকেরা। এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত পরীক্ষার প্রস্তুতি নেওয়া চাকরিপ্রার্থীরা উপস্থিত ছিলেন। যেখানে নিজেদের অভিজ্ঞতা চাকরিপ্রার্থীদের সাথে শেয়ার করে নেন উপস্থিত আধিকারিকেরা।
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানি এ বলেন, পুজোর পরেই আমরা একটি পরিকল্পনা নিয়েছিলাম যে আমাদের জেলায় এই বিষয়ের উপর একটি কর্মশালার আয়োজনের। কিছুদিন আগে চিফ সেক্রেটারি স্যার আমাদের জেলায় সিভিল সার্ভিস এর উপরে নজর দেয়ার ব্যাপারে বলেছিলেন। সেই মতো আজ আমরা এই প্রশিক্ষণ শিবির এর আয়োজন করেছি। পাশাপাশি জেলাশাসক আরো জানান, শেষ কয়েক বছরের পরিসংখ্যান লক্ষ করলে দেখা যায়- রাজ্য সিভিল সার্ভিসে আসার সংখ্যাটা অনেকটাই কম। তিনি বলেন, চাকুরী প্রার্থীদের আগ্রহের কোনো কমতি নেই; এদের অনেকেই হয়তো জানতে পারছেন না পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। এবিষয়ে নলেজের গ্যাপ তৈরি হবার ফলেই মূলত এই সমস্যা তৈরি হচ্ছে। বিশেষত দক্ষিণ দিনাজপুরের মত জেলা কলকাতা থেকে অনেক দূরে অবস্থিত, সেখানকার ছেলেমেয়েরা ,অনেক পিছিয়ে পড়া এলাকার চাকুরি প্রার্থীরা, যারা বুঝতেই পারে না কিভাবে প্রস্তুতি নিতে হবে। সিভিল সার্ভিসে সফল হওয়া ধনী ছেলে মেয়েদের পক্ষে সম্ভব, তাদের পক্ষে সম্ভব নয়, এই ভুল ধারণা ভাঙানোর জন্যই এই কর্মশালা।
খুব শীঘ্রই এই সমস্ত পরীক্ষার প্রশিক্ষণের জন্য বালুরঘাট কলেজে একটি স্টাডি সেন্টার তৈরি করার পরিকল্পনা আমাদের রয়েছে।পাশাপাশি এই জেলার ছেলে মেয়েরা যদি আরো বেশি সংখ্যায় এই সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিতে আগ্রহী হন তাহলে পরবর্তীতে আমরা এই ধরনের আরও কর্মশালা আয়োজন করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct