আপনজন ডেস্ক: কলকাতা ফুটবল লিগে ঐতিহ্যপূর্ণ মহামেডান স্পোর্টিং ক্লাব ৪০ বছর পর ফের জিতল কলকাতা ফুটবল লিগ। বৃহস্পতিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঘরে এল ফের কলকাতা ফুটবল লিগ জেতার শিরোপা। এই নিয়ে মহামেডান মোট ১২ বার কলকাতা লিগ জিতল। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল প্রায় ৪০ হাজার দর্শক। তাদেরকে সাক্ষী রেখে চার দশক পর মহামেডান কলকাতা লিগের ট্রফি ঘরে তুলল রেলওয়ে এফসিকে হারিয়ে। কোচ আন্দ্রেই চের্নিশভের সাদা-কালো বাহিনী। ফের স্বমহিমায় আসায় আলাদা উন্মাদনা দেখা গেল মহামেডান সমর্থকদের মধ্যে।
এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক হযে ওঠে মহামেডান। আর তাতে প্রধান ভূমিকা নেন তিন সেরা অস্ত্র মার্কাস, আজহারউদ্দিন এবং ফৈয়াজ। মহামেডান কোচ এই তিনজনকে বাজি রেখে ফল পেলেন। তাদের ছন্মময় ফুটবলে রেলওয়ে এসসি পেরে উঠতে পারল না। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে দেন মার্কাস। এরপরও প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে মহামেডান। কিন্তু তা থেকে যদিও কোনও গোল আসেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে লড়াই জোরদার হয়। তেড়েফুঁড়ে ওঠে রেলওয়ে এফসি। তারা বেশ কয়েকটি সুযোগ পেলেও মহামেডান রক্ষণভাগ ও গোলরক্ষক মিঠুনের দক্ষতায় গোলের মুখ দেখতে পারেনি রেলেওয়ে এফসি।
এই জয়ে মহামেডান ফের প্রমাণ করে দিল কলকাতার তিন প্রধানের মধ্যে তাদের যে স্থান ছিল, তা আবার তারা ফিরে পেল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct