আপনজন ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কাম্পালায় জোড়া বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে এই তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার সকালে কাম্পালায় পার্লামেন্ট ও সেন্ট্রাল পুলিশ স্টেশনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া হামলার ঘটনায় আরো ৩৩ জন আহত হয়েছে বলে জানায় পুলিশ। কাম্পালা পুলিশের মুখপাত্র ফ্রেড এনানগা জানান, বোমা বিস্ফোরণের পর কাম্পালার নানসানা-কাটোকে মহল্লা থেকে আরো দুইটি বোমা উদ্ধার করা হয়। এছাড়া অপর একজন সম্ভাব্য বোমা হামলাকারীকে গুলি করে আহত করে পুলিশ।সাংবাদিকদের তিনি বলেন, ‘বর্তমানে সন্ত্রাসী গোষ্ঠীর বাকি সদস্যদের আমরা খোঁজ করছি।’ পুলিশ জানায়, হামলার জন্য তারা উগান্ডা-কঙ্গোতে সক্রিয় উগ্রবাদী সংগঠন অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সকে (এডিএফ) দায়ী হিসেবে বিবেচনা করছে। যুক্তরাষ্ট্র এডিএফকে আইএসের সাথে সংযুক্ত হিসেবে বিবেচনা করে। পুলিশের মুখপাত্র বলেন, ‘বোমা হামলার শঙ্কা এখনো রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct