আপনজন ডেস্ক: শরিয়াহ ব্যবস্থা ও সামাজিক সংস্কারের ক্ষেত্রে সামরিক ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিয়েছেন তালেবান মুখপাত্র এনামুল্লাহ সামাঙ্গানি। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সাথে প্রেস ব্রিফিংয়ের সময় তিনি কথা বলে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া পোস্ট। প্রতিবেদনে জানা যায়, তালেবান নেতা হেবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদে ওবায়দুল্লাহ নিজামীকে নিয়োগ করার পাশাপাশি আগাজ এবং জাহেদ আখুন্দজাদেহকে তার সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে, ১৫ আগস্ট তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। সরকার গঠনের পর থেকেই দেশ পরিচালনার ক্ষেত্রে বেশ বেগ পেতে হচ্ছে তালেবানদের। যোগাযোগ বিষয়ক পরামর্শক ডি ভ্যালেরিও ফাব্রিও তালেবানদের নিয়ে জিওপলিটিকা ডট ইনফোতে এক প্রতিবেদনে লিখেন, তালেবানদের গায়ে ‘রাফ স্টেট’ এর তকমাও লেগে আছে। এমনকি, তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা নির্বাসিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct