রেশন ডিলার প্রতি দুজন কর্মীর বেতন দেবে রাজ্য সরকার, ‘দুয়ারে রেশন’-এ ৪২,০০০ কর্মসংস্থান
আপনজন ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রচার পুস্তিকায় তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল, রাজ্যের জনগণের জন্য ‘দুয়ারে রেশন’ চালু করারর। যেমন কথা তেমন কাজ করে দেখালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মঙ্গলবার ‘দুয়ারে রেশন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। আর সেই অনুষ্টানে একদিকে যেমন মানুষের দুয়ারে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার বার্তা দিলেন, তেমনি রেশন ডিলারদেরও হতাশ করলেন না। আর ‘দুয়ারে রেশন’কে কেন্দ্র করে রাজ্যে প্রায় ৪২ হাজার মানুষের কর্ম সংস্থানের ঘোষণা করলেন। ‘দুয়ারে রেশন’ প্রকল্পে এবার আর সাধারণ মানুষকে রেশন দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়ে রেশন তুলতে যেতে হবে না রেশন ডিলাররা নিজেরাই বাড়িতে বাড়িতে গিয়ে উপভোক্তাদের হাতে তুলে দেবেন রেশন সামগ্রী। দুয়ারে সরকারের মতো মমতার স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশনও মানুষকে যে মোহিত করে তুলবে তা এই প্রকল্প যথাযথ বাস্তাবায়িত হলে পরিষ্কার হয়ে যাবে।
রেশন ডিলারদের মানুষের দুয়ারে গিয়ে রেশন দেওয়ার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রেশন ডিলাররা তাদের সমস্যার কথা জানিয়ে আদালতে গিয়েছিলেন। বিশেষ করে বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার সমস্যা নিয়ে। তাই তাদের সেই মুশকিল আসানে মুখ্যমন্ত্রী চমকদার সুবিধার কথা জানালেন। ঘোষণা করলেন রেশন ডিলারদের একগুচ্ছ সুবিধার কথা। দুয়ারে রেশনের সুচনা করে মুখ্যমন্ত্রী বললেন, দেশের উন্নয়নে বাংলাই মডেল। বাংলার প্রকল্প নকল করছে অন্য রাজ্য। একমাত্র বাংলাতেই দুয়ারে রেশন প্রকল্প চালু হল দেশের মধ্যে। বাংলার ১০ কোটির বেশি মানুষ দুয়ারে রেশন প্রকল্পের সুবিধা পাবেন। বাংলার মানবিক সরকার পাড়ায় পাড়ায় গাড়ি করে দুয়ারে রেশন সামগ্রী পৌঁছে দেবে। মুখ্যমন্ত্রী শুধু সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে রেশন ডিলারদের সুবিধা দেওয়ার উল্লেখও করেন।
প্রথমত, এতদিন ডিলারদের লাইসেন্স মূল্য পাঁচ লক্ষ টাকা থেকে কমিয়ে এক লক্ষা টাকা করা হয়েছে। ভবিষ্যতে তা আরও কমতে পারে। তবে, রেশন ডিলাররা রেশন সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে যদি নিজেদের গাড়ি ব্যভহার করতে চান, তাহলে সেই গাড়ি কেনার জন্য রাজ্য সরকার এক লক্ষ টাকা ভরতুকি দেবে।
আর রেশন সামগ্রী উপভোক্তাদের বাড়িতে পৌঁছে দিতে কর্মী প্রয়োজন। রেশন ডিলারদের সেই কর্মী নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। রেশন ডিলার প্রতি দুজন কর্মীর প্রত্যেককে রাজ্যের খাদ্য ও গণবণ্টন দফতর মাসে ১০ হাজার টাাক করে বেতন দেবে। সব মিলিয়ে ৪২ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
দুয়ারে রেশনের এদিনের অনুষ্ঠান তেকে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সুবিধার্থে কটি অ্যাপ ও হোয়ায়ট অ্যাপ নম্বরও চালু করেন কে রেশন পেলেন, কে পেলেন না, কার রেশন কার্ড-আধার সংযুক্তিকরণ বাকি রয়ে গিয়েছে, রেশনের বিলি করা সামগ্রীর মান কেমন, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য যেমন জানা যাবে তেমনি ওই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি জানাতে পারবেন রাজ্যবাসী।
আরও পড়ুন: