কুতুবউদ্দিন মোল্লা, গোসাবা: আবারও বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী।ঘটনাটি ঘটেছে রবিবার সুন্দরবনের ৭ নম্বর পীরখালি জঙ্গল এলাকায়। মৎস্যজীবীর নাম আশীষ দাস। তার বাড়ি গোসাবা ব্লকের বালি ২ গ্রামপঞ্চায়েতের বিজয়নগর গ্রামে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে বিজয়নগর গ্রামের ৪ মৎস্যজীবীকে সঙ্গে করে বুধবার নৌকা করে সুন্দরবন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কাঁকড়া ধরার জন্য। পীরখালি ৭ নম্বর জঙ্গল লাগোয়া নদীখাঁড়িতে কাঁকড়া ধরার জন্য দোন ফেলছিলেন তারা।অন্ধকার ঘনিয়ে আসায় সুযোগ বুঝে জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে। আচমকা ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী আশীষ দাসের উপর।তাকে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাঘের মুখ থেকে সঙ্গী কে ফিরিয়ে আনতে ৪ সঙ্গীসাথী কাঁকড়া ধরার শিক আর নৌকার বৈঠা নিয়ে বাঘের গতি পথ আটকে প্রতিরোধ গড়ে তোলে। শুরু হয় বাঘে মানুষে খন্ড যুদ্ধ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct