তবে, এবার সেসবকে ছাড়িয়ে সাধারণ মানুষদের মতো গরুদের দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স পাওয়ার সুবিধা। এ ব্যাপারে উত্তরপ্রদেশের প্রাণী সম্পদ, দুগ্ধপণ্য উন্নয়ন ও মৎস্য মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী জানিয়েছেন, অসুস্থ গরুদের গোচিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য হেল্প লাইন নম্বরে ফোন করলেই মিলবে অ্যাম্বুলেন্স।
এর জন্য লখনউয়ে একটি কল সেন্টার তৈরি করা হবে। সারা রাজ্য থেকে সেখানে ফোন করা যাবে। ফোনে যার গরু নিয়ে যা সমস্যা তা জানানো যাবে। আপাতত ৫১৫টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে। থাকবে। ১১২ নম্বরে ফোন করে সমস্যার কথা জানানো যাবে। আর গরুর অ্যাম্বুলেন্সে সঙ্গে থাকবেন
একজন পশু চিকিৎসক ও তার ২ জন সহযোগী। কল সেন্টারে ফোন করার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে চলে আসবে অ্যাম্বুল্যান্স।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct