আপনজন ডেস্ক: গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় ছিল তৃণমূল সরকার পুনরায় রাজ্যে ক্ষমতায় আসবে কিনা। বিশেষ করে কেন্দ্রের শাসক দল বিজেপি ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন দেখিয়ে বাংলা জয়ের চেষ্টা করেছিল। কিন্তু তা সফল হয়নি। এর মূলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু উন্নয়নমূলক ও জনমোহিত কর্মসূচি বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। সেই সব কর্মসূচির মধ্যে ছিল দুয়ারে সরকার, সবার জন্য স্বাস্থ্য সাথী কার্ড ইত্যাদি। আর প্রতিশ্রুতির তালিকায় ছিল ‘দুয়ারে রেশন’-এর মতো প্রকল্প। ভোট কুশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত নানা পরিকল্পনাতে বিরোধীরা একেবারে ধরাশায়ী হয়ে গেছে রাজ্যে। তার পরও সেই জনমোহিত কর্মসূচি থেকে পিছিয়ে আসছে না মমতা সরকার। কেন্দ্রীয় সরকার যখন বিনামূল্যে রেশন দেওযা কর্মসূচি আগামী ছ মাসের জন্য বন্ধ করে দিয়েছে তখন রাজ্যের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন ‘দুয়ারে রেশন’ প্রকল্প। এই প্রকল্পে সাধারণ মানুষকে আর রেশন দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়ে রেশন তুলতে যেতে হবে না রেশন ডিলাররা নিজেরাই বাড়িতে বাড়িতে গিয়ে উপভোক্তাদের হাতে তুলে দেবেন রেশন সামগ্রী। সেই ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু হচ্ছে মঙ্গলবার থেকে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ওই প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রতিশ্রুতিতে থাকা স্টুডেন্টস ক্রেডিট কার্ড ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এবার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশনও চালু হতে চলেছে। যদিও রেশন ডিলাররা বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়ার বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন, কিন্তু তাতে পিছিয়ে যায়নি রাজ্য সরকার। তাই দুয়ারে রেশন প্রকল্প শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে, দুয়ারে রেশন নিয়ে কোনও অভিযোগ থাকলে তা জানানোর জন্য একটি নম্বর চালু করছে রাজ্যের খাদ্য দফতর। নম্বরটি হল ৯৯০৩০৫৫৫০৫।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct