নায়ীমুল হক, বীরভূম: শিশুদের জন্য মায়ের কোল-ই হল প্রথম পাঠশালা। তাই মায়েদের শিক্ষা-মূল্যবোধ যত পাকাপোক্ত হবে, সন্তানের শিক্ষা ও প্রকৃত জ্ঞানের ভিত মজবুত হবে ততখানি। এই দৃষ্টিভঙ্গি নিয়ে অতি সম্প্রতি ৭-৮ নভেম্বর বীরভূমের মহিদাপুর গ্রামীণ পাঠাগারে অনুষ্ঠিত হয়ে গেল দুদিনের এক অভিনব কর্মশালা। কর্মশালায় মূলত উপস্থিত হয়েছিলেন মায়েরাই। অবশ্য কিছু পুরুষ অভিভাবকও উপস্থিত ছিলেন। তবে মায়েদের উপস্থিতি, অংশগ্রহণ এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এই কর্মশালার বিষয় ছিল – যথাযথ অভিভাবকত্ব এবং অঙ্ক শেখা ও শেখানো। বর্তমান পারিবারিক ও সামাজিক পরিবেশের প্রেক্ষাপটে শান্তিনিকেতনের শান্তি ট্রাস্ট এই কর্মশালার আয়োজন করে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত ছাত্র- ছাত্রীরা পড়ে তাদের মা-দেরকে নিয়ে, শিশুদের লালন-পালনে মায়েদের যথাযথ দায়িত্ব, কর্তব্য ও ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অঙ্ক শেখা ও শেখানোর ক্ষেত্রে গঠনমূলক দৃষ্টিভঙ্গী গড়ার উদ্দেশ্যে এই কর্মশালা। সমগ্র এই কর্মশালার আলোচক ছিলেন শিক্ষারত্ন, জাতীয় শিক্ষক, লেখক এবং গবেষক ড: সেখ সামসুল আলম। শিশুকে হিংসা, লজ্জা ইত্যাদি থেকে ভয়মুক্ত পরিবেশে, ভালবাসা ও হৃদ্যতাপূর্ণ উৎসাহ সহকারে বাবা-মায়েরা তাদের সন্তানকে কীভাবে সঠিক পথে পরিচালিত করবেন তা নিয়ে তিনি আলোচনা করেন।
এছাড়াও তিনি মা বাবার কর্তব্যসমূহ এবং উপযুক্ত অভিভাবক তৈরি হওয়ার দিকগুলি তুলে ধরেন। তিনি বলেন ডিসিপ্লিন মানে শাস্তি নয় শিক্ষা দেওয়া। একই সঙ্গে প্রাথমিক স্তরের গণিতকে হাতে কলমে কত সহজভাবে শেখা যায় বা শেখানো যায় তিনি তা দেখান। কর্মশালায় ৭৫-৮০ জন অংশ নেন যাদের প্রায় সকলেই মহিলা। এ ধরনের কর্মশালা তাদেরকে মুগ্ধ করেছে। কর্মশালার দ্বিতীয় দিনের শেষভাগে আগামীতে যাতে এই ধরনের কর্মশালা হয় তার জন্য আয়োজক সংস্থার কাছে আবদার করেন মায়েরা। শান্তি ট্রাস্টের চেয়ারপার্সন শুক্লা কাননগো বলেন মূলত শিশু-কিশোর ছাত্র-ছাত্রীদের জন্য এ ধরনের আরো অনুষ্ঠান করা যায় কিনা চিন্তাভাবনা চলছে।
২০০৬ সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্টের উদ্যোগে ইতিমধ্যে অষ্টম শ্রেণী ঊর্ধ্ব ছাত্র-ছাত্রীদের জন্য ফ্যামিলি লাইফ এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে তাদের আত্মনির্ভর করে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও শিশু থেকেই মূল্যবোধ গড়ে তোলার জন্য ভ্যালু বেজড এডুকেশন প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে। উল্লেখ্য, দুদিনের এই কর্মশালায় প্রায় সকলেই মাস্ক পরা সহ অন্যান্য কোভিড বিধি মেনে চলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct