আপনজন ডেস্ক: যেসমস্ত লাটভিয়ান সাংসদ করোনা ভ্যাকসিন নেননি বা কোভিড-১৯ থেকে পেোরপুরি সুস্থ হননি তাদের বেতন স্থগিত রাখা হবে। আর তাদেরকে সংসদীয় ভোটে অংশ নিতে দেওয়া হবে না।
১০০ আসনের সংসদে ৬২টি ভোট প্রদান শুরু হয় শুক্রবার এই নির্দেশ জারি করারর জন্য। পার্লামেন্টের প্রেস অফিসের বিবৃতিতে বলা হয়েছে, ১৫ নভেম্বর থেকে একজন সংসদ সদস্য সাইমা [লাটভিয়ার সংসদ] এর কাজে অংশ নেওয়ার অধিকারী হবেন। যদি তিনি টিকাকরণ বা অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে একটি আন্তঃকার্যকর কোভিড-১৯ শংসাপত্র উপস্থাপন করেন। আরও বলা হয়েছে, সাংসদ হিসেবে সাইমার মাসিক বেতন ও ক্ষতিপূরণ প্রদান স্থগিত রাখা হবে। আর তিনি যিনি সংসদের কাজে অংশ নেওয়ার অধিকারী হবেন না।স্থানীয় সরকারের এই বিধি আইন প্রণেতাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং দেশটি তার সর্বশেষ এক মাসের লকডাউন থেকে বেরিয়ে আসার সাথে সাথে কার্যকর হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct