নাজিম আক্তার, চাঁচল: রবিবার মালদা জেলার চাঁচলের কলিগ্ৰামে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি নবনির্মিত বাস ডিপোর উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।
এই বাস ডিপোটি প্রায় সাড়ে পাঁচ একর জমির উপর গড়ে তোলা হয়েছে বলে জানা গেছে।এই কাজে খরচ হয়েছে প্রায় ২ কোটি টাকা। সেইসাথে ডিপো চত্বরে ইন্ডিয়ান অয়েল এর একটি পেট্রোল পাম্পের উদ্বোধনও করেন।পাশাপাশি তিনি চাঁচল বিধানসভার বিহার সীমান্ত লাগোয়া কুশিদা থেকে শিলিগুড়ি এবং কুশিদা থেকে কলকাতা দুটি নতুন বাস রুটের শুভ সূচনা করেন।এদিন দুটি অত্যাধুনিক প্রযুক্তির নতুন বাসের সূচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন চাঁচলের মানুষের দীর্ঘদিনের দাবি চাঁচল পুরসভা খুব শীঘ্রই গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষ,হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তজমুল হোসেন,মালদা জেলা সভাপতি আবদুর রহিম বক্সি,রাজ্যসভার সাংসদ মৌসম নুর ,মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও জেলা শাসক রাজর্ষি মিত্র সহ স্থানীয় নেতৃত্বরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct