অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: শর্ট সার্কিট-এর জেরে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি দোকান। ঘটনায় প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক। শনিবার মাঝ রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ৪ নং হরসূরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামপুরে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহাদেব বাটির বাসিন্দা মেশকাত সরকার এবং তুষার সরকার দুই ভাই।
রামপুরে পঞ্চায়েত অফিসে সামনে তাদের লেদ ও মোটর বাইন্ডিংস এর দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। বিষয়টি নজরে আসতেই আগুন নেভানোর কাজে হাত লাগাই স্থানীয়রা। খবর দেওয়া হল দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন।
এবিষয়ে দোকানের মালিক মেশকাত সরকার জানান, গতকাল দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি যাই। এর কিছুক্ষণ পরে স্থানীয় লোকেরা আমাকে খবর দেয় দোকানে আগুন লেগে যাওয়ার বিষয়ে। ছুটে এসে দেখি শট সার্কিট এর ফলে লাগা আগুন দাউদাউ করে জ্বলছে।এরপরই আমরা খবর দিয়ে দমকলে।স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও প্রায় একঘন্টা বাদে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। সব মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct