আপনজন ডেস্ক: দীর্ঘ বাম শাসনের অবসানের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার এসেছে রাজ্যে। আর তার পর থেকে রাজ্যের স্বার্থে নানা অবদানের স্বীকৃতি হিসেবে রাজ্য সরকার পেয়ে চলেছে বিশেষ সম্মান। কন্যাশ্রী প্রকল্প যেমন রাষ্ট্রসংঘের পুরস্কার লাভ করেছে তেমনি আরও প্রকল্প দেশজুড়ে বিশেষ নজর কেড়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রবিবার জানিয়েছেন তার সরকারের স্কুল এবং উচ্চশিক্ষা ও পর্যটন বিভাগ স্কচ পুরস্কারে সোনা অর্জন করেছে। এবার রাজ্যের শিক্ষা ও পর্রর্যটন দফতর পেল আন্তর্জাতিক ‘স্কচ’ পুরস্কার। স্কচ গোল্ডেন পুরস্কার পাওয়ায় স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগে কর্মরত সকলকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
২০০৩ সালে চালু হওয়া স্কচ পুরস্কার ডিজিটাল, আর্থিক, সামাজিক অন্তর্ভুক্তি, শাসন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, প্রযুক্তি এবং অ্যাপ্লিকেশন এবং কর্পোরেট নেতৃত্বের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়।
করোনা আবহে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার পরও স্কচ পুরস্কার লাভে বিভিন্ন মহল থেকে প্রশংসিত হচ্ছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী ট্যুইট করে লেখেন, পশ্চিমবঙ্গ সরকারে স্কুল শিক্ষা বিভাগ এবং উচ্চশিক্ষা বিভাগ - উভয়ই সম্মানজনক স্কচ গোল্ড পুরস্কার জিতেছে। এই অসাধারণ কৃতিত্বের জন্য সমস্ত কর্মকর্তা এবং সদস্যদের আন্তরিক অভিনন্দন।
শিক্ষা বাদেও এবার পর্যটন বিভাগেও স্কচ গোল্ডেন পুরস্কার পেয়েছে রাজ্য। তাছাড়া কোভিড মোকাবিলা এবং রাজ্য বাসীকে সুন্দর পরিষেবা দেওয়ার জন্যও স্কচ গোল্ডেন পুরস্কার জিতেছে রাজ্য। পাশাপাশি করোনা কালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বেশ ভালো কাজ করায় তারাও তার স্বীকৃতি হিসেবে স্কচ পুরস্কার জিতেছে। উল্লেখ্য, এর আগেও চারটি স্কচ পুরস্কার জিতেছিল রাজ্য সরকার। তার মধ্যে একটি প্ল্যাটিনাম, একটি গোল্ড ও দু’টি সিলভার পুরস্কার জিতেছিল রাজ্য। এবার করোনা কালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও তারা স্কচ পুরস্কার লাভ করল।
আরও পড়ুন: