আপনজন ডেস্ক: টানা ২০ ম্যাচ পর লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামে আর্জেন্টিনা। শুরুর একাদশে মেসির জায়গায় সুযোগ পান পাওলো দিবালা। উরুগুয়ের মাঠে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনা উতরে গেছে পাওলো দিবালা-আনহেল ডি মারিয়ার যুগলবন্দিতে। বাংলাদেশ সময় শনিবার ভোরে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দিবালার অ্যাসিস্টে জয়সূচক গোলটি করেন ডি মারিয়া। কষ্টার্জিত জয়ে কাতার বিশ্বকাপে এক পা দিয়ে রাখলো আলবিসেলেস্তেরা। লাতিন আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২২ বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ২৮ পয়েন্ট। উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে পাওয়া দারুণ জয়ে অপরাজিত পথচলা অব্যাহত আর্জেন্টিনার। সব প্রতিযোগিতায় টানা ২৬ ম্যাচ অপরাজিত লিওনেল স্কালোনির দল। উরুগুয়ের মাঠে ২০০৯ সালের পর প্রথমবার জয়ের দেখা পেলো আর্জেন্টিনা। ১২ বছর আগে জয়ের ব্যবধানও ছিল ১-০। শুরুর একাদশে না থাকলেও মেসি নেমেছিলেন বদলি হিসেবে। ৭৬তম মিনিটে মাঠে নেমে প্রভাব রাখতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct