দেবাশীষ পাল, মালদা: ভোট আসে ভোট যায় কিন্তু সাধারণ মানুষের সমস্যা সমাধান হয়নি। শুধু আস্বাস ছাড়া আর কিছুই মেলেনি এমনি দাবি এলাকাবাসীর দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা মালদা জেলা বামনগোলা ব্লকের মদনাবতি অঞ্চলের সামসাবাদ গ্রামের প্রায় আড়াই কিলোমিটার যাওয়ার রাস্তা বেহাল। দীর্ঘদিন ধরে রাস্তা তৈরি দাবি নিয়ে প্রশাসনকে জানিও সমাধান হয়নি। শনিবার সকালে রাস্তার দাবিতে সকল নয়টা থেকে অবশেষে সামসাবাদ গ্রামের স্থানীয় বাসিন্দারা নালাগোলা ডিটল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে । এদিন ঐ এলাকার পুরুষ ও মহিলা একত্রিত হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে দীর্ঘক্ষন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি বহুবার এ রাস্তা নিয়ে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা পরিষদ বিভিন্ন নেতা মন্ত্রীদের জানিয়ে কোন লাভ হয়নি যার জেরে এদিন সকাল থেকে অবরোধ করে বিক্ষোভ দেখান।অবরোধের জেরে তপন নালাগোলা রাজ্য সড়কে দীর্ঘ ক্ষণ যানবাহন আটকে পড়ে সমস্যায় পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে বামনগোলার বিশাল পুলিশবাহিনী সহ বামনগোলা ব্লকে বিডিও রাজু কুন্ডু পৌঁছায়। গ্রামবাসীদের সাথে কথা বলেন তাদের অভিযোগ শুনেন এবং খারাপ রাস্তার পরিদর্শন করে অবশেষে বিডিও আশ্বাসে দেওয়া হয় রাস্তার কাজ করা হবে। অবশেষে প্রায় দুই ঘন্টার পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct