মঞ্জুর মোল্লা, নদিয়া: আবারও নদীয়ায় রেল অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে নদীয়া রানাঘাট হবিবপুরে। রেলের লেভেল ক্রসিং সংলগ্ন বেহাল রাস্তা সরানো দাবিতে এলাকাবাসী েট্রেন আটকে দীর্ঘ এক ঘন্টা ধরে বিক্ষোভ দেখায়। রানাঘাট হবিবপুর খ্রিস্টানপাড়া লেভেল ক্রসিং রেলগেট ট্রেন চলে যাওয়ার আগে এবং পরে গেট ওঠে। তাই সড়কপথে যানচলাচল স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লেগে যায়। আর এই নিয়ে এলাকাবাসীর ক্ষোভ। ওই লেভেল ক্রসিং সংলগ্ন হবিবপুর থেকে বীরনগর তাহেরপুর যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পিচের রাস্তাটি দীর্ঘদিন মেরামতি না হওয়ার কারণে খোয়া বেরিয়ে বিপদজনক অবস্থা তৈরি হয়েছিল যা রেল কর্তৃপক্ষকে মৌখিক ভাবে হলেও কোন কাজ হচ্ছিল না বলে দাবি এলাকাবাসীর। গত দুদিন আগে ওই এলাকায় অচিন্ত্য বিশ্বাস এবং অপর দুই যাত্রী গুরুতর জখম হন রাস্তা খারাপের কারণে। এরপরেও টনক নড়েনি রেল কর্তৃপক্ষের অবশেষে সকাল আটটা থেকে রেললাইনের ওপর বিক্ষোভ করে এলাকাবাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct