আপনজন ডেস্ক: আফগানিস্তানের আর কোনও বড় সামরিক বাহিনীর প্রয়োজন নেই বলে জানালেন, আফগানদের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। আর তাই সমস্ত প্রাক্তন আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর (এএনডিএসএফ) সদস্যকে পুনরায় নিয়োগ করা হবে না। ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের সাথে আলোচনার সময় মুত্তাকি বলেন, 'বিদেশির দ্বারা যে সেনাবাহিনী তৈরি হয়েছিল, আমাদের এত বড় সংখ্যার আর প্রয়োজন নেই।' তিনি আফগানিস্তানের ইসলামিক এমিরেটের কৌশল সম্পর্কে এক প্রশ্নের জবাব বলেন, 'আইইএ (ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান) যোদ্ধা এবং এএনডিএসএফ সদস্যদের একটি সামরিক বাহিনীতে একীভূত করা হবে। তার দেশের একটি ছোট সেনাবাহিনীর প্রয়োজন যা 'বিশ্বস্ত, প্রতিশ্রুত এবং হৃদয়ে দেশপ্রেম প্রোথিত লোকদের দ্বারা গঠিত।' একটি অন্তর্ভুক্তিমূলক সরকারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানের প্রতিক্রিয়ায় মুত্তাকি বলেন, 'বর্তমান প্রশাসন অন্তর্ভুক্তিমূলক, কারণ এতে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে অন্তর্ভুক্ত করার জন্য আইইএকে বাধ্য করার চেষ্টা করছে, যা অন্য দেশে প্রচলিত নয়। আমরা তো কখনো মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে তাঁর মন্ত্রিসভায় প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্পকে অন্তর্ভুক্ত করতে বলিনি।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct