আপনজন ডেস্ক: করোনা টিকা নেওয়ার ১০ মিনিট পরই মারা গেলেন ঢাকার ধামরাই উপজেলায় বাসিন্দা দীন ইসলাম। মঙ্গলবার সকাল ১০টার দিকে চর সুঙ্গর কমিউনিটি ক্লিনিকে গণটিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টিকা কার্যক্রম বন্ধ ছিল। এ সময় টিকা গ্রহণেচ্ছুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের সহায়তায় টিকা কার্যক্রম শুরু করা হয়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গিয়েছে, সকালে রোয়াইল ইউনিয়নের চরস্ঙ্গুর কমিউনিটি ক্লিনিকে গণটিকার কার্যক্রম শুরু করা হয়। সেখানে দায়িত্ব পালন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা, এমওডিসি ডা. তিতাস, ডা. জেসিসহ দুজন মেডিক্যাল অফিসার। ক্লিনিকে সকাল ১০টার দিকে টিকা গ্রহণ করেন চরসুঙ্গর গ্রামের দীন ইসলামসহ চারজন। টিকা গ্রহণের পরই কমিউনিটি ক্লিনিক ত্যাগ করে ১০০ গজ অতিক্রম করার পরই মাটিতে লুটে পড়েন তিনি। এরপর তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় একই গ্রামের খবির উদ্দিনের স্ত্রীও অসুস্থ হয়ে পড়েন। এ বিষয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বলেন, আমরা জানতে পেরেছি দীন ইসলাম হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। তবে টিকা গ্রহণের কারণে তিনি মারা যাননি বলে জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct