আপনজন ডেস্ক: এবার উগ্র হিন্দুত্ববাদীদের হামলার মুখে পড়লেন দু্ই কাশ্মীরি শালওয়ালা। ঝাড়খন্ডের রাঁচিতে জয় শ্রীরাম ও পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিতে বাধ্য করতে দুই কাশ্মীরি শালওয়ালা ব্যবসায়ীকে জয় শ্রীরাম বলতে বাধ্য করে। তাঁরা চুপ থাকায় ক্ষেপে যায় স্লোগান দিতে বাধ্য করা হিন্দুত্ববাদীরা। এরপর ওই দুই কাশ্মীরি শালওয়ালাকে গুলি করে। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রাঁচির হাতিখানা কলোনিতে।l আহত দু্ই কাশ্মীরি শারওয়ালার নাম বিলাল ওয়ানি (৩৫) এবং সাবির বাট (৩৬)। দুজনেই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও এলাকার বাসিন্দা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
হামলার পরে বিলাল ওয়ানি বৃহস্পতিবার একটি অভিযোগ দায়ের করায় তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ডোরান্ডা থানার ইনচার্জ সংবাদ মাধ্যমকে জানান, আমরা রাজ কিশোর ওরফে কিশোরী নামে একজনকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ (ধর্মীয় অনুভূতি রটানো) ধারায় মামলা দায়ের করেছি।
তিনি জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় আসলে সে একজন মাতাল। যদিও কাশ্মীরিদের উপর হামলা করার কথা স্বীকার করেছে সে। পুলিশ আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করেছে।
জানা গেছে, হাতিখানা কলোনিতে কাশ্মীরি শালওয়ালারা উলের পোশাক বিক্রি করারর সময় তাদের উপর হামলা চালায়। জয় শ্রীরাম ও পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিতে বললে তারা তা বলতে অস্বীকার করায় তাদেরকে গুলি করা হয়। যদিও স্থানীয় বাসিন্দারা হস্তক্ষেপ করার পরে তারা জোর রক্ষা পেয়ে যান। দুই কাশ্মীরি শালওয়ালা জানিয়েছেন, তারা গত ২০ বছর ধরে রাঁচিতে উলের পোশাক বিক্রির কাজ করে আসছেন।
অন্যদিকে, রাঁচি পুলিশ জানিয়েছে তারা শহরে দর্শনার্থী সহ প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: