নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও শিশু সহ আহত ৩০ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সাতসকালে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের হরদম নগর গ্রামে। এই নিয়ে হরিশ্চন্দ্রপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ঘটনার পর আহতদেরকে হরিশ্চন্দ্রপুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে আসা হয়।২৬ জনকে প্রাথমিক চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হলেও গুরুতরভাবে আহত ৪ জন কে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে খবর। আতঙ্কে গ্ৰামবাসীরা রাত জেগে পাহারা দিচ্ছে শেয়াল।স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সাত সকালে ১৫ থেকে ২০ টি শেয়াল দল বেঁধে গ্রামে প্রবেশ করে আচমকা নারী-পুরুষ ও শিশুসহ যাকেই সামনে পায় তাকেই কামড়াতে থাকে।এসময় গ্রামের মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে। কিন্ত অনেকের শেষরক্ষা হয়নি।এরই মধ্যে গ্রামের অন্তত ৩০ জন মানুষকে কামড়ে আহত করে শেয়ালেরা।দুটি শেয়ালকে ক্ষুব্ধ গ্রামবাসী পিটিয়ে হত্যা করলেও বাকিগুলি জঙ্গলে পালিয়ে যায়।
আরো জানা যায় সাত সকালে গ্রামের লোকেরা সবে মাত্র ঘুম থেকে উঠেছে।কেউ বেরিয়েছে মর্নিংওয়াকে,কেউবা মন্দিরে কীর্তন করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন,কেউবা সবেমাত্র উঠোন পরিষ্কার করছেন। এই সময় একসাথে গ্রামবাসীদের ওপর বিভিন্ন বাড়িতে ঝাঁপিয়ে পড়ে শিয়ালের দল। অতর্কিত শিয়ালের দলের হামলায় হতভম্ব হয়ে যায় গ্রামবাসী। আতঙ্কে গ্রামবাসীরা চিৎকার শুরু করে দেন। এরই মধ্যে কয়েক জন গ্রামবাসীকে মুখে করে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে শিয়ালের দল।গ্রামবাসীর আঙ্গুল খোয়া যায় শেয়ালের কামড়ে। আর গ্রামবাসীর মুখের মাংস পর্যন্ত খুবলে নেয় হিংস্র শিয়াল।আতঙ্কে ঘরের বাইরে বেরোতে চাইছে না শিশু,বৃদ্ধ এবং বাড়ির বউরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct