সাদ্দাম হোসেন মিদ্দে, কলকাতা: প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় ভাঙড়ের ভগবানপুরের শাহজাহান বুলবুলের আফ্রিকি দেশ উগান্ডা যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল অর্থাভাবে। উগান্ডা ওপেন প্যারা ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ গ্রহণ করার জন্য অফিসিয়ালি দরকার ছিল ১ লক্ষ ২০ হাজার টাকা। সঙ্গে আনুসঙ্গিক অন্য খরচও রয়েছে। কিন্তু ফটো ডেলিভারি করে অন্ন জোগানো শাহজাহান মোটা অংকের টাকা জোগাড় করতে সমর্থ নন। অনিশ্চয়তার কালো মেঘে ঢাকা পড়ার উপক্রম হয় তাঁর উগান্ডায় স্বপ্ন উড়ান। অবশেষে ভাঙড়ের সমাজসেবী, জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের আর্থিক সহায়তায় উগান্ডায় উড়ে গেলেন শাহজাহান।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় কোলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন শাহজাহান বুলবুল। দিল্লী থেকে দুবাই হয়ে তিনি উগান্ডার ক্যাম্পালা শহরে পৌঁছাবেন। দশ দিন তিনি আফ্রিকার দেশটিতে অবস্থান করবেন।
শাহজাহান পদক জয়ের যুদ্ধে নামবেন চলতি মাসের ১৬ তারিখে। ১৬টি দেশের ১৮৭ জন প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে তিনি মুখোমুখি হবেন। বর্তমানে শাহজাহানের জাতীয় স্তরে ব়্যাঙ্ক তৃতীয়। এক সময়ে আন্তর্জাতিক স্তরে তাঁর ব়্যাঙ্ক ছিল ১৬ তম। দীর্ঘদিন ধরে খেলতে না পারায় এখন তিনি ব়্যাঙ্কের বাইরে। নতুন করে ব়্যাঙ্ক পেতে মুখিয়ে রয়েছেন শাহজাহান।
শাহজাহানের অর্থাভাবে উগান্ডায় স্বপ্ন উড়ান অনিশ্চিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আপনজন পত্রিকা। তারপর অনেক সুহৃদয় ব্যাক্তি সাহায্যের জন্য আপনজন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন। আপনজন প্রতিনিধি শাহজাহান বুলবুলকে নিয়ে ভাঙড়ের নানা প্রান্তে প্রায় ১ পক্ষকাল লাগাতার দরবার করেন। আপনজন প্রতিনিধির আবেদনে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন অনেকেই।
সাহায্যের হাত বাড়িয়ে দেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, ভাঙড় ২ ব্লকের বিডিও কার্তিক চন্দ্র রায়, আইসি ভাঙড় রেজাউল কবির, আইসি কেএলসি প্রশান্ত ভৌমিক, ওসি কাশিপুর প্রদীপ পাল, পোলেরহাট ২ জিপি-র উপ প্রধান হাকিমুল ইসলাম, ভাঙড় ১এ ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ওহেদালী শেখ, ভগবানপুর পঞ্চায়েতের সদস্য খাইরুল ইসলাম, চলো পাল্টাই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সুমন দাস, ভাঙড়ের ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম পাপ্পু ও কোলকাতার ব্যাবসায়ী রাজিব ঘোষ।
২০১৫ সালে শাহজাহান পেরু ওপেন প্যারা ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে সিঙ্গেল ও ডাবলসে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়ে ছিলেন। ওই বছরেই রাজ্য সরকার তাঁকে ‘খেল সম্মান’ পুরস্কার প্রদান করে। তার আগে তিনি ২০১৩ সালে জার্মানিতে ওয়াল্ড চ্যাম্পিয়নশীপ ও ২০১৪ সালে ইন্দোনেশিয়া ওপেন প্যারা ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলেন।
ফ্লাইট ধরার আগে বিমান বন্দরে শাহজাহান বুলবুল আপনজন প্রতিনিধিকে বলেন,” আর্থিক কারণে হতাশা ও অনিশ্চয়তার মধ্যে ছিলাম খেলতে যেতে পারবো কিনা। সুহৃদয় ব্যাক্তিদের জন্য অবশেষে আমি যেতে পারছি। আশা করছি দেশের জন্য পদক আনতে পারবো।” অনেকে সাহায্যের আশ্বাস দিয়েও সাহায্য না করায় আক্ষেপ প্রকাশ করেন তিনি।
বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সম্পাদক ভাস্কর মুখোপাধ্যায় এদিন বুলবুলকে বিমান বন্দরে সংবর্ধনা দেন। শুভকামনা জানিয়ে তিনি বলেন, “ শাহজাহান এর আগে দেশের জন্য পদক এনে দিয়েছেন। ওঁ আবার দেশের জন্য পদক নিয়ে সবাইকে গর্বিত করবে বলে আমার আশা।” উল্লেখ্য ওপেন টুর্নামেন্টে খেলার জন্য রাজ্যের ক্রিড়া দফতর থেকে তেমন কোনো আর্থিক সহায়তা পাননি খেল সম্মান প্রাপ্ত শাহজাহান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct