আজিজুর রহমান, গলসি: গলসির লোকালয় সংলগ্ন ধানক্ষেতে হাতির তান্ডবে জখম এক ব্যক্তি। এলাকার ধানক্ষেতে ঢুকে পরলো চল্লিশ বিয়াল্লিশ টির একটি হাতির দল। যার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পরেছে গোটা গলসি এলাকায়। হাতির তান্ডবে গলসির শিড়রাই গ্রামের শেখ সিরাজুল হক নামে এক ব্যক্তি জখম হয়েছেন বলে জানিয়েছেন সেই গ্রামের চাষি সেখ রবিউল হক। তিনি জানিয়েছেন, ভোরের দিকে সিরাজুল মোটর বাইক নিয়ে নিজের ব্যাবসার কাজে পাশের গ্রাম রাইপুর যাচ্ছিলেন। সেইসময় গ্রামের রাস্তা পার হচ্ছিল হাতির দলটি। তিনি আচমকা ওই দলের কাছাকাছি চলে আসতেই তার দিকে তেড়ে আসে একটি হাতি। তিনি কিছু বুঝে উঠার আগে তার মোটর বাইকে পা দিয়ে আছাড় মারে। পরে স্থানীয় লোকেরা সিরাজুলকে উদ্ধার করে প্রথমে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখান থেকে সিরাজুলকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এদিকে সকাল হতেই হাতির দল দেখতে এলাকা জুড়ে ভিড় জমান স্থানীয় মানুষজন। রবিউলের দাবী হাতি দলটি পা দিয়ে গলসি এলাকার বিঘার পর বিঘা জমির ধান মাড়িয়ে দিয়েছে। যার জেরে মাথায় হাত পরেছে গলসির চাষিদের। খবর পেয়ে ভোর থেকে সুরক্ষা দিতে হাজির গলসি থানায় পুলিশ। পাশাপাশি হাতির গতিবিধি উপর নজর রেখে চলেছেন বনদপ্তরের কর্মীরা। গলিগ্রামের চাষি নবীন সাহা জানান, এদিন ভোর বেলায় গলসির সিংপুরে ওই হাতির দলটিকে প্রথম দেখতে পায় তারা। সেখানে তাদের চোখের সামনেই বিঘার পর বিঘা পাকা ধান জমি নিমেষে মাড়িয়ে দিচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct